By Sayani Rana
Published 5 Jan, 2025
Hindustan Times
Bangla
আপনার সন্তানও কি অঙ্কে ভয় পায়? তার আত্মবিশ্বাস বাড়াতে জেনে নিন এই ৬ টিপস
আত্মবিশ্বাসের সঙ্গে অঙ্কে, ভয় জয় করতে হবে। এই টিপসগুলি নির্ভয়ে অঙ্কের সঙ্গে মোকাবেলা করতে এবং সমস্যা সমাধানের আরও দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
Pinterest
গতি বৃদ্ধি করতে এবং আত্মবিশ্বাস তৈরি করতে সহজ সমস্যার সমাধান দিয়ে শুরু করতে হবে।
Pinterest
জটিল সমস্যাগুলিকে ছোট ছোট অংশে ভেঙে সমাধানের চেষ্টা করতে হবে।
Pinterest
ধারণাগুলি সহজ করতে গ্রাফ, চার্ট বা ডায়াগ্রামের মতো ভিজ্যুয়াল বিষয়গুলি ব্যবহার করা যেতে পারে।
Pinterest
নিয়মিত অনুশীলন করতে হবে। অঙ্ক বার বার করে প্যাক্টিস করলে ভুলগুলি চোখে পড়বে, উদ্বেগ ও ভীতি কমবে। পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়াবে।
Pinterest
অঙ্কের প্রতি ভয় কমলে আত্মবিশ্বাস বাড়বে। তখন অবশ্যই সাফল্য আসবে।
Pinterest
প্রয়োজনে সাহায্য নিতে হবে। বোঝার অসুবিধা থাকলে শিক্ষকদের থেকে সহায়তা নিতে হবে।
Pinterest
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন