Hindustan Times
Bangla

২০০ উইকেটের আরও কাছে চাহাল, প্রথম বোলার হিসেবে IPL-এ ইতিহাস গড়ার অপেক্ষায় যুজবেন্দ্র

আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১টি উইকেট নেওয়ার সুবাদে মাইলস্টোনের আরও কাছে পৌঁছে যান চাহাল।

প্রথম বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁতে যুজবেন্দ্রর দরকার আর মাত্র ২টি শিকার।

চাহাল আইপিএলের ১৫১টি ম্যাচের ১৫০টি ইনিংসে বল করে সাকুল্যে ১৯৮টি উইকেট নিয়েছেন।

স্বাভাবিকভাবেই আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চাহাল রয়েছেন এক নম্বরে।

আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডোয়েন ব্র্যাভো।

ব্র্যাভো আইপিএলের ১৬১টি ম্যাচের ১৫৮টি ইনিংসে বল করে সাকুল্যে ১৮৩টি উইকেট নিয়েছেন।

আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন পীযূষ চাওলা।

চাওলা আইপিএলের ১৮৫টি ম্যাচের ১৮৪টি ইনিংসে বল করে ১৮১টি উইকেট সংগ্রহ করেছেন।

চাহাল আইপিএল ২০২৪-এর ৬ ম্যাচে বল করে সব থেকে বেশি ১১টি উইকেট নিয়েছেন। বেগুনি টুপি রয়েছে তাঁর মাথাতেই।