By Tulika Samadder
Published May 11, 2023
Hindustan Times
Bangla
মেষ থেকে মীন: 'বন্ধু রাশি' কোনগুলি?
মেষ রাশি
বৃষ রাশির সঙ্গে খুব ভাব। কন্যা বা মকর রাশির সঙ্গেও বন্ধুত্ব ভালোই জমে।
মকর রাশির জাতকরা হতে পারে এদের বিএফএফ। কন্যা, কর্কট, বৃশ্চিকের সঙ্গেও দারুন সম্পর্ক।
বৃষ রাশি
মিথুন রাশি
তুলা, কুম্ভ রাশি মিথুনদের কাছের হয়।
কর্কট রাশি
মীন রাশির জাতকরা খুব কাছের বন্ধু হাতে পারে। মিথুনদের সঙ্গেও ভাব জমাতে ওস্তাদ।
সিংহ রাশি
এদের জন্য মিথুন ও ধনু রাশির বন্ধুত্ব সবচেয়ে শ্রেষ্ঠ।
কন্যা রাশি
এই রাশির জন্য মিথুন সিংহ রাশির বন্ধুত্ব সর্বশ্রেষ্ঠ। তবে বৃষ ও মকর লগ্নের সঙ্গেও মিলমিশ খারাপ হয় না।
তুলা রাশি
মকর, কুম্ভ, বৃষ রাশিরা খুব ভালো বন্ধু হয় তুলাদের।
বৃশ্চিক রাশি
এই রাশির সঙ্গে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির জাতকদের হৃদ্যতা বেশি।
ধনু রাশি
মেষ, সিংহ-রা ভালো বন্ধু হয়। মিথুন, তুলা বা কুম্ভদের সঙ্গেও ভালোই ভাব জমে।
মকর রাশি
বৃষ, কন্যারাই এদের শ্রেষ্ঠ বন্ধু। মিথুন, বৃষ রাশির সঙ্গে খারাপ সম্পর্ক থাকে না!
তুলা, মকর ও বৃষ রাশির জাতকরা কুম্ভ রাশির উত্তম বন্ধু।
কুম্ভ রাশি
মীন রাশি
ধনু, সিংহ, বৃশ্চিকদের সঙ্গে এদের ভাব বেশি জমে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন