২০২৫-এ পা রাখতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর নতুন বছর মানেই নতুন আশা জীবন নিয়ে।
চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে পারে কোন কোন রাশি।
বৃষ লগ্ন ও বৃষ রাশির বিয়ের যোগ চলছে। রাশিতে বৃহস্পতি থাকার কারণে বিয়ের যোগ প্রবল। ফেব্রুয়ারি থেকে মে মাস, বিয়ের জন্য আদর্শ সময়।
বৃশ্চিকদেরও বিয়ের যোগ রয়েছে ২০২৫ সালে। ফেব্রুয়ারির পর থেকে এই রাশিরও শুভ সময়। এমনকী এই রাশির বিয়ের যোগ রয়েছে বছরের শেষেও।
বিয়ে হতে পারে মিথুন রাশি ও লগ্নের জাতিকাদের। ১মের পর রাশিতে বৃহস্পতির প্রবেশ হবে। তাই মে মাসের পর থেকে বিয়ের যোগ বাড়বে। এমনকী, বিবাহিতরা পাবেন দাম্পত্য সুখ।
কর্কট রাশির জন্য ২০২৫ সাল গোটা বছরটা বিয়ের জন্য শুভ। এমনকী, এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রেম যোগও প্রবল।
২০২৫ সালের শুরুতে বিয়ের যোগ রয়েছে কন্যা রাশির। বহুদিন ধরে আটকে থাকা বিয়েও এই সময় হয়ে যেতে পারে।
মে মাসের পর থেকে বিয়ের যোগ তৈরি হবে মেষ রাশিরও। এমনকী, এই রাশির দাম্পত্যে হারিয়ে যাওয়া সুখও ফিরে আসবে মে মাসের পর থেকে।
মীন রাশি ও লগ্নের জন্যও বিয়ের যোগ প্রবল ২০২৫ সালে।