বাংলা নিউজ > ঘরে বাইরে > Hardeep Singh Nijjar murder case: খলিস্তানি জঙ্গি নিজ্জরকে মেরেছিল? ‘হিট স্কোয়াডের’ লোকদের ধরল কানাডা- রিপোর্ট

Hardeep Singh Nijjar murder case: খলিস্তানি জঙ্গি নিজ্জরকে মেরেছিল? ‘হিট স্কোয়াডের’ লোকদের ধরল কানাডা- রিপোর্ট

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা নিয়ে কানাডায় বিক্ষোভ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

গত বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয়েছিল। কানাডার ব্রডকাস্টিং কর্পোরেশনের রিপোর্টকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হল যে কয়েকজন সন্দেহভাজন 'হিট স্কোয়াড' সদস্যদের গ্রেফতার করেছে কানাডা।

কানাডার পুলিশ কয়েকজন সন্দেহভাজন 'হিট স্কোয়াড' সদস্যদের গ্রেফতার করেছে বলে দাবি করা হল একটি রিপোর্টে। কানাডার ব্রডকাস্টিং কর্পোরেশনের রিপোর্টকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, তদন্তকারীরা মনে করছেন যে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা করার দায়িত্ব ওই সন্দেহভাজন 'হিট স্কোয়াড' সদস্যদের দিয়েছিল ভারত সরকার। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কানাডার তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত কোনও মন্তব্য করেনি ভারতের বিদেশ মন্ত্রকও। যদিও আগে একাধিকবার নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতের কোনও হাত নেই। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছে ভারত।

কানাডার ওই সংবাদমাধ্যমের রিপোর্টে কী বলা হয়েছে?

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সূত্র উদ্ধৃত করে কানাডার ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে কানাডায় আরও তিনটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছে পুলিশ। সারের গুরু নানক শিখ গুরুদোয়ারায় যেদিন নিজ্জরকে হত্যা করা হয়েছিল, সেদিন সন্দেহভাজন হিট স্কোয়াডের সদস্যরা শ্যুটার, চালকের মতো বিভিন্ন দায়িত্ব পালন করেছিল। কমপক্ষে দুটি প্রদেশ থেকে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে কানাডার ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। 

আরও পড়ুন: Rain and Thunderstorm Forecast in WB: শনিতে ৮ জেলায় বৃষ্টি, রবি থেকে বাড়বে আরও, ঝড় উঠবে ৬০ কিমিতে, কোথায় কোথায়?

কানাডার সংবাদমাধ্যমের রিপোর্টকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, সূত্রের তরফে দাবি করা হয়েছে যে ওই সন্দেহভাজন হিট স্কোয়াডের সদস্যদের কয়েক মাস আগেই চিহ্নিত করা হয়েছিল। তারপর থেকে তাদের উপর লাগাতার নজর রাখা হচ্ছিল। অবশেষে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারি নিয়ে পুলিশের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি। শুক্রবার রাতের দিকে (কানাডার সময় অনুযায়ী) সেই সংক্রান্ত তথ্য প্রদান করা হতে পারে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: পান্নুনকে নিকেশ করতে হিট টিমকে বরাত দিয়েছিল RAW অফিসার: ওয়াশিংটন পোস্ট রিপোর্ট

খলিস্তানি জঙ্গি প্রতি ট্রুডোর ‘সহানুভূতি’, পালটা ভারতের

উল্লেখ্য, সন্দেহভাজন হিট স্কোয়াডের সদস্যদের গ্রেফতারির বিষয়টা এমন একটা দিনে সামনে এল, যার কয়েকদিন আগেই টরেন্টোয় খালসা দিবসের অনুষ্ঠানে খলিস্তানি জঙ্গিদের প্রতি ‘সহানুভূতি’ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন যে গত বছর নিজ্জরের হত্যার ফলে ‘সমস্যা’ তৈরি হয়েছে। যা তিনি এড়িয়ে যেতে পারেন না। 

পালটা নয়াদিল্লি সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী ট্রুডো আগেও এরকম মন্তব্য করেছিলেন। তিনি এবার যে মন্তব্য করলেন, তা ফের প্রমাণ করল যে বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থা এবং হিংসাকে কতটা ফাঁকা ময়দান দিয়েছেন। তার ফলে শুধুমাত্র যে ভারত ও কানাডার সম্পর্কের প্রভাব পড়ছে, তা নয়। বরং কানাডায় হিংসা এবং অপরাধের পরিবেশ তৈরি করতে বল জোগাচ্ছে। যা তাদের দেশের নিজের নাগরিকদের ক্ষেত্রে বিপজ্জনক হচ্ছে।’

আরও পড়ুন: গির্জার লক্ষাধিক টাকা হাতিয়ে Candy Crush খেলতেন পাদ্রী! কীভাবে ধরা পড়লেন? 

ঘরে বাইরে খবর

Latest News

জমি অধিগ্রহণের পরেও মালিককে দাম মেটানো হয়নি, DM-র বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ মোহিনী একাদশী ২০২৪ এর তিথি কতক্ষণ থাকছে? মাহাত্ম্য, সময়কাল দেখে নিন ‘ভোটের দিন সারা বাংলায় মদ বাবদ ৪০ কোটি টাকা খরচ করে বিজেপি’ হিসেব অভিষেকের হামাসের হামলার ৬ মাস পরে উদ্ধার শানি লুক সহ ৩ ইজরায়েলি পণবন্দির দেহ ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতার বিভিন্ন থানা ঘুরলেন আধিকারিকরা নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন, মনোনয়ন তুলে নিলেন যাদবপুরে বিজেপির জেলা সহ সভাপতি ভয়াবহ দুর্ঘটনা সিকিমে, বাঙালি পর্যটক বোঝাই গাড়ি পড়ে গেল নদীতে, মৃত ২ ‘এই লড়াই থামাতে পারব না,’ খাড়গের হুঁশিয়ারির জবাব দিলেন অধীর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ২০২৪: স্বপ্ন দেখছে বামেরা, অতীত ভরসা জোগাচ্ছে কল্যাণকে রাজেশের হাত থেকে বাঁচার রোশনাইকে দ্বিতীয়বার বিয়ে করল আরণ্যক!

Latest IPL News

নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.