Indian Super League

দেশের ১২ ক্লাবকে নিয়ে হচ্ছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। এবার ১২টি দল হল - বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরল ব্লাস্টার্স, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি এবং রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। ২০১৪ সালে আইএসএলের সূচনার সময় আটটি দল ছিল। ২০১৬ সাল পর্যন্ত আটটি দল ছিল। ২০১৭-১৮ সাল থেকে তা বেড়ে দাঁড়ায় ১০। ২০২০-২১ সালে যোগ দেয় কলকাতার দুই প্রধান - মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর এটিকে মোহনবাগান হিসেবে মাঠে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। আর এসসি ইস্টবেঙ্গল নামে মাঠে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে ইস্টবেঙ্গলের নামের সামনে থেকে এসসি সরে যায়। আর এই মরশুম থেকে এটিকে সরে গিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলছে সবুজ-মেরুন ব্রিগেড।

নিয়ম অনুযায়ী, আইএসএলের লিগ তালিকায় থাকা প্রথম ছ’টি দল প্লে-অফে টিকিট পায়। আগে প্রথম চারটি দল নক-আউটে উঠত। কিন্তু লিগে প্রতিযোগিতার বাড়ানোর জন্য বর্তমানে প্রথম ছ’টি দল নক-আউটের টিকিট পায়। আইএসএলের লিগ তালিকায় যে দল এক নম্বরে থেকে মরশুম শেষ করে তারা শিল্ড পায়। তারা এশিয়ার সেরা ক্লাব লিগ প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে, যারা নক-আউট পর্ব ধরে এগিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়, তারা এএফসি কাপে খেলার খেল। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন হয়ে এবার এএফসি কাপ খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে মুম্বই সিটি এফসি।
আইএসএলের দশম সংস্করণে সম্প্রচার স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮। সম্প্রচার হচ্ছে আটটি টিভি চ্যানেলে। এছাড়া জিয়ো সিনেমা অ্যাপে সব ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে। সেটা বিনামূল্যেই হচ্ছে। ইংরেজি, বাংলা, হিন্দি, মালয়ালামের মতো ভাষায় ধারাভাষ্য শোনা যাচ্ছে। স্পোর্টস ১৮ খেল, স্পোর্টস ১৮ ওয়ান এসডি ও এইচডি, ভিএইচ ওয়ান এসডি ও এইচডি, সূর্য মুভিজ ও কালার্স বাংলা সিনেমায় সরাসরি খেলা দেখা যাচ্ছে। ডিডি বাংলায় সরাসরি আইএসএলের ম্যাচগুলি সম্প্রচার করা হচ্ছে। ওয়ান ফুটবলের হাত ধরে (OneFootball) সব ম্যাচের লাইভ স্ট্রিমিং ও হাইলাইটস দেখা যাচ্ছে বিশ্বের ১৯০টি দেশে।

অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে এবার আইএসএলের খেলা দেখা যাচ্ছে স্পোর্টস এইন্টিন এবং জিয়ো সিনেমায়। এই টুর্নামেন্টে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি তারকা বিদেশি ফুটবলাররাও আছেন। আন্তর্জাতিক ভারতীয় ফুটবলারদের মধ্যে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গানের মতো ফুটবলাররা নিজেদের দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও জাতীয় দলে না খেলা ভারতীয় ফুটবলাররাও রয়েছেন। এই টুর্নামেন্টের যে সকল ভক্তরা রয়েছেন, তাঁরা যাতে ঘরে বসে মোবাইলের মাধ্যমেও এই টুর্নামেন্ট দেখতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

FAQ's

এবার আইএসএলে মোট ১২টি দল খেলছে। প্রথম মরশুমে কতগুলি দল খেলেছিল?

২০১৪ সালে আইএসএলের সূচনার সময় আটটি দল ছিল। ২০১৬ সাল পর্যন্ত আটটি দল ছিল।

এবার আইএসএলে পঞ্জাব এফসি যোগ দিয়েছে, কীভাবে?

পঞ্জাব এফসি গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সুবাদে আইএসএলে সুযোগ পেয়েছে।

আইএসএল থেকে কোন দল এশিয়ার সেরা ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে?

আইএসএলের গ্রুপ লিগের শেষে যে দলের পয়েন্ট সবথেকে বেশি থাকে, সেই দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সুযোগ পায়।

আইএসএলে কতগুলি দল নক-আউটে টিকিট পায়?

বর্তমানে আইএসএলে গ্রুপ লিগের লড়াইয়ের শেষে প্রথম ছ’টি দল নক-আউটের টিকিট পায়।