বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Santragachi Jheel: সাঁতরাগাছি বিল নিয়ে মুখ্যসচিবের হলফনামায় বার বার বিভ্রান্তি, অসন্তুষ্ট আদালত

Santragachi Jheel: সাঁতরাগাছি বিল নিয়ে মুখ্যসচিবের হলফনামায় বার বার বিভ্রান্তি, অসন্তুষ্ট আদালত

সাঁতরাগাছি বিল নিয়ে মুখ্যসচিবের হলফনামায় ফের বিভ্রান্তি, ‘ভর্ৎসনা’ আদালতের(‌সৌজন্য ফেসবুক)‌

Santragachi Jheel গত ১৮ মার্চ মাস পরিবেশ আদালত মুখ্যসচিবকে নির্দেশ দেয়, ঝিলের দূষণ কমাতে গৃহীত বিভিন্ন প্রকল্প কত দিনের মধ্যে শেষ হবে, তা যেন নির্দিষ্ট করে হলফনামায় জানিয়ে দেওয়া হয়। আদালত চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা করতে বলে।

সাঁতরাগাছি বিল নিয়ে মুখ্যসচিবের হলফনামায় বার বার বিভ্রান্তি তৈরি হচ্ছে। সাঁতরাগাছি বিলের দূষণ কমানো নিয়ে কী পরিকল্পনা রাজ্য সরকারের, মুখ্যসচিবকে তা নিয়ে হলফনামা জমা দিতে বলেছিল পরিবেশ আদালত। কিন্তু মুখ্যসচিব যে হলফনামা জমা দিয়েছেন তা নিয়ে খুশি নয় আদালত। ফের নতুন করে হলফনামা জমা দিতে বলা হয়েছে। 

গত ১৮ মার্চ মাস পরিবেশ আদালত মুখ্যসচিবকে নির্দেশ দেয়, ঝিলের দূষণ কমাতে গৃহীত বিভিন্ন প্রকল্প কত দিনের মধ্যে শেষ হবে, তা যেন নির্দিষ্ট করে হলফনামায় জানিয়ে দেওয়া হয়। আদালত চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা করতে বলে। 

সেই নির্দেশ মেনে রাজ্যের মুখ্যসচিব হলফনামা জমা করেন। কিন্তু তাতে ঝিলের দূষণ কমানোর জন্য গৃহীত প্রকল্পগুলি কবে শেষ হবে, তার নির্দিষ্ট কোনও সময়সীমার উল্লেখ নেই সেই হলফনামায় । তা ছাড়া, ঝিল সংলগ্ন জমি থেকে দখলদারদের উচ্ছেদের নিয়েও সেভাবে কিছু উল্লেখ করা নেই। এই হলফনামা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জুলাই। তার মধ্যে মুখ্যসচিবকে নতুন হলফনামা জমা দিতে হবে পরিবেশ আদালতের কাছে।

আরও পড়ুন। ধর্মতলায় পরিবহণ হাব, এক ছাতার তলায় মিলবে সব যানবাহন? ড্রোন সমীক্ষা শেষ

হলফনামা নিয়ে কেন বার বার বিভ্রান্তি

বার বার ঝিলের দূষণ কমানোর ক্ষেত্রে রাজ্যে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে হলফনামা চাওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামা নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি হচ্ছে।  

এর আগেও গত ফেব্রুয়ারিতে মুখ্যসচিব একটি হলফনামা জমা দেন। সেই একটি হলফনামা নিয়েও একই প্রশ্ন তুলেছিল আদালত। প্রসঙ্গত, ঝিলের দূষণ কমানোর ক্ষেত্রে একাধিক পক্ষের ভূমিকা থাকায়, রাজ্যের অধীনস্থ একাধিক দফতর, হাওড়া পুরসভা, রেল-সহ আদালতের তরফে অতীতে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করে দেয় আদালত। সেই কমিটি গত বছর নভেম্বরে একটি বৈঠক করে। যার ভিত্তিতে মুখ্যসচিব গত ৩ ফেব্রুয়ারি একটি হলফনামা জমা দেন।

আরও পড়ুন। লোডশেডিংয়ের সমস্যা নেই, কলকাতায় দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় দাবি CESC-র

মুখ্যসচিবকে ‘ভর্ৎসনা’ আদালতের 

সেই হলফনামা নিয়ে অসন্তুষ্ট আদালত রীতিমতো ‘ভর্ৎসনা’ করে মুখ্যসচিবকে। তাঁর নেতৃত্বে কমিটি গঠন করা হলেও ঝিলের দূষণ কমানোর সঙ্গে যুক্ত কমিটির সদস্যরা পরস্পরবিরোধী মন্তব্য করছেন এবং প্রত্যেকেই নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করে আদালত। ক্ষুব্ধ আদালত বলে, রেলের কাছ থেকে তো বটেই, এমনকি, নিজের অধীনস্থ দফতর থেকেও সঠিক তথ্য সংগ্রহ করতে পারেননি মুখ্যসচিব।

মামলার আবেদনকারী সুভাষ দত্ত একে রাজ্যের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন।

বাংলার মুখ খবর

Latest IPL News

অনুশীলনে নিজের বিদেশি সতীর্থকে বোলিং করছেন না কুলদীপ! বড় তথ্য ফাঁস করলেন স্টাবস ৫০বলে শতরান হাঁকিয়ে আগুনে মেজাজে সেলিব্রেশন, T20 WC থেকে বাদ পড়ার জবাব শুভমনের আবেদন করেও পার পেলেন না, চলতি IPL-এ বারবার নিয়ম ভাঙায় নির্বাসিত হলেন ঋষভ পন্ত সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের ইস্যুতে আফগান তারকার রহস্যময় বার্তা ওর স্ট্রাইকরেট নিয়ে এখনও প্রশ্ন তুলবেন সকলে… কোহলির হয়ে ব্যাট ধরলেন শৈশবের কোচ IPL-এর ইতিহাসে এক ম্যাচের এক ইনিংসে জোড়া শতরান, RCB, SRH-এর বিরল নজির ছুঁল GT জুটিতে লুটি- ২১০ রানের পার্টনারশিপ করে GT-র ২ ওপেনার সাই-শুভমনের IPL-এ নয়া নজির কী কারণে রাহুলের উপর চটে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা? রিপোর্টে উঠে আসছে আসল কারণ 'ছেড়ে যাবেন না, আপনি যেতে এত কষ্ট হয়েছিল', গম্ভীরের সামনে কেঁদে ফেলল KKR ফ্যান ম্যাচ জেতানোর পরেই এল খারাপ সংবাদ! শাস্তির মুখে পড়তে হল GT ক্যাপ্টেন শুভমন গিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.