বাংলা নিউজ > কর্মখালি > NET Score for PhD Admissions: শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই পিএইচডিতে ভর্তি, হবে না পৃথক কোনও পরীক্ষা, জানিয়ে দিল UGC

NET Score for PhD Admissions: শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই পিএইচডিতে ভর্তি, হবে না পৃথক কোনও পরীক্ষা, জানিয়ে দিল UGC

নেট পরীক্ষার স্কোর দিয়েই পিএইচডিতে ভর্তি হবে চলতি বছরে, জানিয়ে দিল ইউজিসি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

নেট পরীক্ষা বছরে দু'বার হয়। একবার জুন মাসে, আর আরেকবার ডিসেম্বর মাসে। যাঁদের স্নাতোকোত্তরে ডিগ্রি রয়েছে তাঁরা এই নেট পরীক্ষায় বসতে পারেন। সেই পরীক্ষার স্কোর ঘিরেই বড় আপডেট দিল ইউজিসি।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে পিএইচডিতে ভর্তির জন্য বড় ঘোষণা করল ইউজিসি। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন সদ্য জানিয়েছে, এই শিক্ষাবর্ষে শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই ভর্তি হওয়া যাবে পিএইচডিতে। ফলে পিএইচডির জন্য আলাদা করে কোনও পরীক্ষা হবে না। প্রসঙ্গত, বেশ কিছু বিশ্ববিদ্যালয় পিএইচডিতে ভর্তির জন্য আলাদা করে পরীক্ষা আয়োজন করে। সেই জায়গা থেকে চলতি বছরে আলাদা করে পিএইচডিতে যাঁরা ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের আলাদা কোনও পরীক্ষা দিত হবে না।

পিএইচডিতে ভর্তির জন্য প্রক্রিয়া যাতে সহজতর হয়, তা নজরে রেখেই এই নয়া পদক্ষেপে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। উল্লেখ্য ২০২০ সালের নয়া শিক্ষানীতিকে মেনেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। গত ১৩ মার্চ এই পিএইচডিতে ভর্তি নিয়ে ইউজিসির হাইভোল্টেজ বৈঠক হয়েছে। সেটি ছিল কমিশনের ৫৭৮ তম বৈঠক। সেখানেই বিশেজ্ঞদের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নেট পরীক্ষা বছরে দু'বার হয়। একবার জুন মাসে, আর আরেকবার ডিসেম্বর মাসে। যাঁদের স্নাতোকোত্তরে ডিগ্রি রয়েছে তাঁরা এই নেট পরীক্ষায় বসতে পারেন। নেট দুটি বিষয়ের জন্য আয়োজিত হয়। একটি জুনিয়ার রিসার্চ ফোলোশিপ ও অপরটি সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য। আপাতত যা খবর তাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পিএইচডিতে ভর্তির জন্য এই নয়া নিয়ম এনেছে ইউজিসি। নয়া নীতির ফলে তিনটি ক্ষেত্রের জন্য নেট পরীক্ষা দিলে পরীক্ষার্থীরা সুবিধা পাবেন।

নেট পরীক্ষা দিলে তিন ধরনের রাস্তা খোলা থাকবে, সেগুলি কী কী দেখা যাক:-

১) পিএইচডিতে ভর্তি হতে পারেন সঙ্গে থাকবে JRF ও সহকারী অধ্যাপক পদে নিয়োগের সুযোগ। 

২) পিএইচডিতে ভর্তি হতে পারেন, JRF ও সহকারী অধ্যাপক পদে নিয়োগের সুযোগ ছাড়া।

৩) শুধুমাত্র পিএইচডিতে ভর্তি হতে পারেন।

(আরও পড়ুন- Lok sabha vote 2024: কংগ্রেস প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, কার্যত ওয়াকওভার পেতে পারে NDA)

তবে পিএইচডিতে ভর্তির জন্য যে মেধাতালিকা তৈরি হবে, তাতে বেশ কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। সেগুলি হল, ৭০ শতাংশ গুরুত্ব দেওয়া হবে ইউজিসি নেট স্কোরে এবং বাকি ৩০ শতাংশ ইন্টারভিউতে গুরুত্ব দেওয়া হবে। ইউজিসির চেয়ারম্যান মামিদালা জগদেশ কুমার জানিয়েছেন, আগামী সপ্তাহে জুন ২০২৪ সেশনের জন্য নেট পরীক্ষায় আবেদন প্রক্রিয়া চালু করার জন্য কাজ করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।  

 

 

 

 

 

 

 

 

 

 

 

কর্মখালি খবর

Latest News

আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা? ক্ষমতায় ফিরলেই সংবিধান বদলে দেবে, তবে এখন বলছে…তোপ প্রিয়াঙ্কার রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.