বাংলা নিউজ > ভাগ্যলিপি > Mahashivratri 2024 Lucky Zodiacs: শিবরাত্রিতে শুভ যোগ! টাকা থেকে প্রেমের ভাগ্যে উন্নতি তুঙ্গে, ভাগ্য ফিরছে ৫ রাশির

Mahashivratri 2024 Lucky Zodiacs: শিবরাত্রিতে শুভ যোগ! টাকা থেকে প্রেমের ভাগ্যে উন্নতি তুঙ্গে, ভাগ্য ফিরছে ৫ রাশির

শিবরাত্রি ২০২৪।

মহাশিবরাত্রির আগেই ২০২৪ এর ৭ মার্চ শুক্র ও শনির যুতি তৈরি হবে। সেদিন শনির রাশি কুম্ভে প্রবেশ করবে শুক্র। শুক্র আর শনির যুতিতে সিংহ, তুলা সহ বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগের ফলে শিবরাত্রির সময় বহু রাশির ভাগ্য খুলতে চলেছে।

মহাশিবরাত্রির পবিত্র তিথি শাস্ত্র মতে পড়ছে ৮ মার্চ। ২০২৪ সালের ৮ মার্চ এই পবিত্র তিথির আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে একাধিক শুভ যোগ। জ্যোতিষশাস্ত্র মতে বলে হচ্ছে, এই সময়কালে বেশ কিছু গ্রহের অবস্থান এমন জায়গায় থাকবে, যার ফলে বহু রাশি লাভের মুখ দেখতে পাবে। 

মহাশিবরাত্রির আগেই ২০২৪ এর ৭ মার্চ শুক্র ও শনির যুতি তৈরি হবে। সেদিন শনির রাশি কুম্ভে প্রবেশ করবে শুক্র। শুক্র আর শনির যুতিতে সিংহ, তুলা সহ বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগের ফলে শিবরাত্রির সময় বহু রাশির ভাগ্য খুলতে চলেছে। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

বৃষ- শিবরাত্রিতে বিরল যোগের হাত ধরে কেরিয়ার আর ব্যবসায় বিপুল উন্নতি হবে। এরই সঙ্গে আটকে থাকা আসতে থাকবে ভাগ্যে। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। মনের মতো সঙ্গী পাবেন। জীবনসঙ্গীর খুঁজে পাওয়ার ভালো সময় এইটি। প্রেমের যোগ রয়েছে।

সিংহ- সর্বার্থ সিদ্ধি যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। তাঁদের মধ্যে রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকারাও। আপনাদের আয়ের রাস্তা ভালোর দিকে যাবে। আপনাদের সম্মান বাড়বে। কোনও বড় প্রকল্প থেকে ভালো রিটার্ন পাবেন। দাম্পত্য জীবনে আসবে সুখ। 

তুলা- আপনার অর্থভাগ্যে মহাশিবরাত্রির বড় প্রভাব পড়তে চলেছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ব্যবসায়ে মনের মতো সাফল্য পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। কোথাও টাকা বিনিয়োগ করলে তা থেকে ভালো রিটার্ন পাবেন। পারিবারিক দিক থেকে সকলের সঙ্গে সম্পর্ক ভালো হবে। 

মকর-মহাশিবরাত্রিতে তৈরি হতে চলেছে শুক্র আর শনির যুতি। তারফলে বহু রাশির জাতক জাতিকারা বিশেষ লাভ পাবেন। এই যুতির ফলে আপনার সঙ্গে আপনার বাবার সম্পর্ক ভালো হবে। চাকরির ক্ষেত্রে আপনার পছন্দের জায়গায় আপনি পেতে পারেন বদলি। আপনার ভাগ্যে রয়েছে প্রমোশনের যোগ। ফলে লাভ পেতে পারেন আপনি।

কুম্ভ- অনেক দিন ধরে কোনও টেনশনে থেকে থাকলে, তা থেকে মুক্তির সময় এসে গিয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যে দুশ্চিন্তা করছেন, তা থেকে মুক্তির সময় এসে গিয়েছে। আপনার বহু ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। বিনিয়োগ থেকে বড় অঙ্কের টাকা আসবে। শুভ যোগের প্রভাবে নিজের গাড়ি আর স্বপ্ন পূরণ হতে পারে। সব জায়গায় আপনার ভাগ্যের সাহায্য আসতে পারে।

 

 

 

 

ভাগ্যলিপি খবর

Latest News

অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিতকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা, কনের সাজেও চোখমুখ ঘিরে চাপা টেনশন-ভয়, সেই ছবি এল সামনে প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন! CBI জেরার মুখে তৃণমূলের চিকিৎসক MLA, কী বললেন উত্তরবঙ্গ লবির অন্যতম 'মুখ'? আত্মবিশ্বাসী জোসে মোলিনা, নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার নিলেন মোহনবাগান কোচের পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক আর শুধু ‘আর কবে’ নয়, এবার ঊষা উত্থুপের ‘জাগো রে’-ও হবে আরজি করের প্রতিবাদের ভাষা আজ কাদের সম্পর্কের মধ্যে সতেজতা থাকবে? কী বলছে আজকের প্রেম রাশিফল দেখে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.