১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত অংশ নেওয়া বেশিরভাগ দল সরাসরি সেই টুর্নামেন্টে খেলেছে। ২০১৯ সালের বিশ্বকাপে আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে প্রথম আটে থাকা দলগুলি সরাসরি সুযোগ পেয়েছিল। সেইসঙ্গে আরও কয়েকটি দেশ যোগ দিয়েছিল। ২০২৩ সালের বিশ্বকাপেও বাছাই-পর্ব থেকে একাধিক দল সুযোগ পেয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপ থেকে শুধুমাত্র আয়োজক দেশ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্য সব দেশ বিশ্বকাপে যোগ্যতা-অর্জনের জন্য একটি ধারাবাহিক লিগে অংশগ্রহণ করেছে। যেখানে পয়েন্ট তালিকায় প্রথম আটটি দল বিশ্বকাপের টিকিট পায়। তারপর বাছাই-পর্বের মাধ্যমে দুটি দল বিশ্বকাপের টিকিট পায়।
২০১৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া পাঁচবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দু'বার করে এই ট্রফিটি জিতেছে। অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড একবার করে বিশ্বকাপ জিতেছে। আইসিসির সহযোগী দেশগুলির মধ্যে সেরা ফলাফল করেছিল কেনিয়া। ২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ২০২৩ সালের আইসিসি একদিনের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপটি হল ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসর। ভারতে চতুর্থ বিশ্বকাপের আসর। প্রথমবার এককভাবে বিশ্বকাপের দায়িত্বে ভারত। ১৯৮৭ সালে পাকিস্তানের সঙ্গে, ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেছিল ভারত।
২০১১ সাল ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪টি দল খেললেও ২০১৯ সাল ও ২০২৩ সালের বিশ্বকাপে দলের সংখ্যা ১০। এবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ভারতের ১০টি শহর। প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু হল যথাক্রমে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম (১৫ নভেম্বর) এবং কলকাতার ইডেন গার্ডেন্স (১৬ নভেম্বর)। ফাইনালের (১৯ নভেম্বর) ভেন্যু হল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। প্রস্তুতি ম্যাচ আয়োজনের দায়িত্বে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটির অসম ক্রিকেট সংস্থা স্টেডিয়াম এবং তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম। উদ্বোধনী ম্যাচের দায়িত্বেও আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
প্রশ্নোত্তরে বিশ্বকাপ
এখন যে বিশ্বকাপের ট্রফি প্রদান করা হয়, সেটা কবে তৈরি হয়েছিল?
বর্তমানে যে বিশ্বকাপের ট্রফি দেওয়া হয়, সেটা ১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে চালু হয়েছিল।
বর্তমানে যে বিশ্বকাপ ট্রফি দেওয়া হয়, সেটার ওজন ও আকৃতি কেমন?
বিশ্বকাপ ট্রফির উচ্চতা প্রায় ৬০ সেন্টিমিটার। ওজন প্রায় ১১ কেজি।
বিশ্বকাপের ইতিহাসে আইসিসির সহযোগী দেশগুলির মধ্যে কোন দেশের পারফরম্যান্স সবথেকে ভালো? কোন সালে?
একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে আইসিসির সহযোগী দেশগুলির মধ্যে সবথেকে ভালো পারফরম্যান্স করেছিল কেনিয়া। ২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল।