ক্রিকেট বিশ্বকাপের খুঁটিনাটি
48 ODIs : Oct 5 - Nov 19
প্রশ্নোত্তরে বিশ্বকাপ
এখন যে বিশ্বকাপের ট্রফি প্রদান করা হয়, সেটা কবে তৈরি হয়েছিল?
বর্তমানে যে বিশ্বকাপের ট্রফি দেওয়া হয়, সেটা ১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে চালু হয়েছিল।
বর্তমানে যে বিশ্বকাপ ট্রফি দেওয়া হয়, সেটার ওজন ও আকৃতি কেমন?
বিশ্বকাপ ট্রফির উচ্চতা প্রায় ৬০ সেন্টিমিটার। ওজন প্রায় ১১ কেজি।
বিশ্বকাপের ইতিহাসে আইসিসির সহযোগী দেশগুলির মধ্যে কোন দেশের পারফরম্যান্স সবথেকে ভালো? কোন সালে?
একদিনের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে আইসিসির সহযোগী দেশগুলির মধ্যে সবথেকে ভালো পারফরম্যান্স করেছিল কেনিয়া। ২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল।
প্রথমবার এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ভারত। আগের তিনবার কাদের সঙ্গে আয়োজন করেছিল?
১৯৮৭ সালে পাকিস্তান, ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত।
কোন দেশ সর্বাধিকবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
এখনও পর্যন্ত সবথেকে বেশিবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া - পাঁচবার।