তৃণমূলের অঞ্চল সভাপতিকে নিগ্রহের অভিযোগে দলেরই ব্লক সভাপতির ঘনিষ্ঠসহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে এই ঘটনার জেরে মুর্শিদাবাদের সালারের কাকগ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এর পরই অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে মুখ খোলেন বিধায়ক। রাতেই গ্রেফতার করা হয় ভরতপুর ২ নম্বর ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানের ঘনিষ্ঠ পরিমল দত্তসহ ৩ জনকে।
ীোূজহী
বিধায়ক হুমায়ুন কবির বলেন, ‘কাকগ্রাম স্পর্শকাতর জায়গা। ওখানে জগদ্ধাত্রী পুজো যাতে শান্তিপূর্ণভাবে কাটে সেজন্য প্রশাসনের কড়া পদক্ষেপ করা উচিত।’
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় স্কুলে জগদ্ধাত্রী পুজোর শান্তি বৈঠকের আয়োজন করেছিলেন স্থানীয় ওসি। সেখানে কারা সামনে বসবে তা নিয়ে বিবাদের জেরে বৈঠক ভণ্ডুল হয়ে যায়। পরদিন সকালে আক্রমণ হয় তাপসবাবুর ওপর।
এই ঘটনায় অভিযুক্ত ব্লক সভাপতির কোনও মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় আর কারা যুক্ত জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।