পাড়ার যুবকের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ কিশোরীর দেহ পাওয়া গেল রেল লাইনে। এই ঘটনায় বিজয়া দশমীর সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির শেওড়াফুলির খড়পাড়ায়। নিহতের নাম রুবি কুমারী (১৪)। অভিযুক্ত শেখ রাজাকে এদিন ব্যাপক মারধর করেন স্থানীয়রা। এর পর পুলিশ তাকে আটক করে।
পরিবারের দাবি, রবিবার রাতে রাজার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল রুবি। সারা রাত ২ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। সকালে রাজা বাড়ি ফিরলেও রুবি ফেরেনি। ওদিকে শেওড়াফুলি GRPS-এ খবর আসে, তিন ও চার নম্বর গেটের মাঝে একটি ছিন্নভিন্ন দেহ পড়ে রয়েছে। রেলকর্মীরা দেহটি উদ্ধার করেন। দেহটি রুবির বলে সনাক্ত করে তার পরিবারের লোকজন।
এর পর শেখ রাজা বাড়িতে হানা দেয় এলাকার বাসিন্দারা। অভিযুক্তকে বাড়ি থেকে টেনে বার করে ল্যাম্প পোস্টে বেঁধে ব্যাপক মারধর করে তারা। পরিবারের সদস্যদের দাবি, রুবিকে গলা টিপে খুন করে রেল লাইনে ফেলে দিয়েছে রাজা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে তারা। কী ভাবে কিশোরীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।