হাতে আর প্রায় দু’সপ্তাহ। তারপরই গোটা রাজ্য মেতে উঠবে দুর্গাপুজোয়। আর যদি ১০ দিন ধরা যায় তাহলে পড়বে মহালয়া। সকলের কানে বেজে উঠবে, ‘আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠল আলোকমঞ্জির’। কিন্তু এসবের প্রাক্কালে ঘটে গেল অঘটন। এবার দুর্গা প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়ে পড়ল দক্ষিণ দিনাজপুরে। কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এমন জঘন্য কাণ্ডের নেপথ্যে কে বা কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কী? এই প্রশ্নের উত্তর খুঁজছে স্থানীয মানুষজন থেকে পুলিশ।
এদিকে দুর্গা প্রতিমা ভাঙার ঘটনায় এখন জোর চর্চা শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়া এলাকাটি বালুরঘাটের অন্তর্গত। এখানেই অন্যান্য ক্লাবের মতোই শারদোৎসব মেতে উঠেছে বালুরঘাট থানা এলাকার অন্তর্গত কামারপাড়ার ‘কচিপাতা সংঘ’ ক্লাব। সেখানে নানা প্রস্তুতি জোরকদমে চলছে। এখানে ক্লাব প্রাঙ্গণেই তৈরি হচ্ছে প্রতিমা। সেখানে আজ, মঙ্গলবার প্রাতঃভ্রমণকারীরা দেখতে পান প্রতিমা ভাঙা পড়েছে। এই খবর চাউর হতেই ভিড় জমে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর তৎক্ষণাৎ দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। আর গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেয়।
অন্যদিকে এই নিয়ে সন্ধ্যা পর্যন্ত শোরগোল অব্যাহত থাকে। পুলিশ স্থানীয় মানুষদের এবং প্রাতঃভ্রমণকারীদের জিজ্ঞাসাবাদ করেন। বাংলাদেশে দুর্গা প্রতিমা ভেঙে ছিল। তা বলে বাংলায় এমন ঘটনা ঘটল! তা অনেকে ভাবতেই পারছেন না। নিশ্চয়ই এই ঘটনার পিছনে অন্য কোনও ব্যাপার আছে বলে মনে করছে পুলিশ। যদিও ক্লাবের এক সদস্যের দাবি, কয়েকদিন ধরে এখানে ভবঘুরে ঘোরাফেরা করছিল। তাই এমন ঘটনার সঙ্গে তার জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই ভবঘুরে এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন: ভর্তির সময়সীমা বাড়িয়েও লাভ হল না, এখনও রাজ্যের স্নাতকস্তরে ৪১ শতাংশ আসন ফাঁকা
আর কী জানা যাচ্ছে? ২০২২ সালে হায়দরাবাদে দুর্গামূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে উত্তাল হয়েছিল গোটা দেশ। ২০১৯ সালে কেতুগ্রামের শ্রীরামপুর গ্রামে দুর্গাপ্রতিমার গলা কেটে ফেলা হয়। আবার বাংলাদেশে এই ঘটনার নজির আছে। কিন্তু তা বলে বাংলার গ্রামে দুর্গা প্রতিমা ভাঙচুর। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের তরফে শীতল সরকার বলেন, ‘আমাদের অনুমান কোনও ভবঘুরে এই কাজটি করেছে। তবে পুলিশ গোটা বিষয়টি দেখছে। আমরাও খোঁজখবর নিচ্ছি। ঠিক ধরা পড়বে।’