মন্দারমণি লাগোয়া চাঁদপুর সমুদ্র সৈকতে উদ্ধার হল তরুণীর বিবস্ত্র দেহ। সোমবার সকালে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, তরুণী স্থানীয় বাসিন্দা নন। এই ঘটনায় এলাকায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
সপ্তাহান্তে রবিবার মন্দারমণি ও লাগোয়া সৈকতগুলিতে অন্যান্য দিনের থেকে ভিড় একটু বেশি থাকে। ছুটির দিনে বেড়াতে আসেন অনেকেই। সোমবার সকালে সৈকতে বোতল ও অন্যান্য বর্জ্য কুড়াতে বেরিয়েছিলেন স্থানীয়রা। তখনই চাঁদপুর সৈকতে। বাঁধের বোল্ডারের ওপর বিবস্ত্র এক তরুণীর দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁর পরনে ছিল শুধু অন্তর্বাস। সঙ্গে সঙ্গে স্থানীয় সিভিক ভলান্টিয়ারদের খবর দেন তাঁরা। খবর যায় থানায়। পুলিশকর্মীরা এসে দেহ উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, ওই তরুণী স্থানীয় বাসিন্দা নন। বাইরে থেকে তাঁকে এখানে এনে ধর্ষণের পর খুন করা হয়ে থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, সৈকত সরণিতে আলো থাকলেও তা এখন আর জ্বলে না। পুলিশের টহলদারিও অনিয়মিত। সেই সুযোগে মন্দামণি সৈকতে রাতে দুষ্কৃতী দৌরাত্ম বাড়ছে। কিছুদিন আগে মন্দারমণি থেকে একটা দেহ ভেসে শংকরপুর সৈকতে গিয়েছিল।
তবে দিঘা - শংকরপুর উন্নয়ন পর্ষদের এগজিকিউটিভ অফিসার মানসকুমার মণ্ডল বলেন, রাস্তায় আলোর অভাব রয়েছে বলে কোনও অভিযোগ পাইনি।