বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > যানজটের জট কাটাতে শিলিগুড়ি ৬ টি পার্কিং জোন তৈরির সিদ্ধান্ত পুরসভার

যানজটের জট কাটাতে শিলিগুড়ি ৬ টি পার্কিং জোন তৈরির সিদ্ধান্ত পুরসভার

যানজট কমাতে পার্কিং জোন তৈরির সিদ্ধান্ত পুরসভার

এছাড়া যানজট এড়াতে পার্কিং জোনের পাশাপাশি বাস টার্মিনাসও তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। এছাড়া শহরের রাস্তায় বাস, টোটো নিয়ন্ত্রণ করে বিকল্প রাস্তার ব্যবহারেও পরিকল্পনা করা হয়েছে।

যানজটে নাকাল শিলিগুড়ি শহরে পার্কিংয়ের ঠিকঠিক ব্যবস্থা নেই। তাই প্রায়শই রাস্তাঘাটে যত্রতত্র গাড়ি রেখে দেওয়ার অভিযোগ রয়েছে। এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল শিলিগুড়ি পুরসভায়। শহরে যত্রতত্র পার্কিং-এর সমস্যা কমাতে ছটি পার্কিং জোন তৈরির করার পরিকল্পনা নিয়েছে পুরসভা।

ইতিমধ্যে শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে রাস্তার উপর ছটি পার্কিং জোন তৈরির জায়গা চিহ্নিত করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই পার্কিং জোনগুলি তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া যানজট এড়াতে পার্কিং জোনের পাশাপাশি বাস টার্মিনাসও তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। এছাড়া শহরের রাস্তায় বাস, টোটো নিয়ন্ত্রণ করে বিকল্প রাস্তার ব্যবহারেও পরিকল্পনা করা হয়েছে।

(পড়তে পারেন। মূর্তির আকারে প্রচুর চন্দনকাঠ বিদেশে পাচারের ছক, বিমানবন্দর থেকে ধৃত ৪)

পার্কিং জোন হিসাবে বেছে নেওয়া হয়েছে সেভক রোডে টিবি হাসপাতাল চত্বর, মিলনপল্লি হাউজিং, কিরণচন্দ্র ভবনের নীচতলা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের নিকটবর্তী রাস্তার ধার, তিস্তা রেজের কাছে জ্যোতিনগরে ও পান্থ নিবাসের নীচে।

শিলিগুড়ি শহরের রাস্তায় যানবাহন বাড়লেও শহরের সে এতদিন কোনও নির্দিষ্ট পার্কিং জোন ছিল না। ফলে যত্রতত্র গাড়ি রেখে দেওয়ায় যানজটও ক্রমশ বাড়ছিল।

মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে এ নিয়ে সবর হন বিরোধী কাউন্সিলাররা। তারা শহরে পার্কিং জোন তৈরির দাবি করতে থাকেন। এর প্রেক্ষিতে মেয়র গৌতম দেব জানান, 'শিলিগুড়ি শহরের যানজট সমস্যা মেটাতে ছয়টি পার্কিং জোন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জমি দেখা হয়ে গিয়েছে। আশাকরি ডিসেম্বরের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।'

পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, 'পুলিশ ও প্রশাসনের সঙ্গে প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে। শীঘ্রই ওই এলাকাগুলিতে পার্কিং জোন তৈরির পরিকাঠামো করা হবে। এছাড়া কয়েকটি রাস্তাও তৈরি করা হবে। একই সঙ্গে কিছু রাস্তা সম্প্রসারণও করা হবে।'

তাঁর আশা বিকল্প রাস্তা এবং পার্কিং জোন তৈরির হলে শহরে যানজটে সমস্যা অনেকটাই কমবে।

বন্ধ করুন