বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আবার টিটাগড়ে চলল পর পর গুলি, প্রাণ গেল যুবকের, শুটআউটে আতঙ্কিত মানুষ

আবার টিটাগড়ে চলল পর পর গুলি, প্রাণ গেল যুবকের, শুটআউটে আতঙ্কিত মানুষ

শুটআউটের ঘটনা টিটাগড়ে।

কয়েকদিন আগে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে অশান্ত হয়ে উঠেছিল টিটাগড়। এলাকার দুই কাউন্সিলরের দ্বন্দ্বকেই এই ঘটনার জন্য দায়ী করা হয়। এরপরে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এবার শুটআউটের ঘটনা ঘটল। তবে কী কারণে হাসানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

শুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল টিটাগড়ে। মৃত ওই যুবকের নাম মহম্মদ হাসান। তাঁর বাড়ি টিটাগড়ের উড়ানপাড়া অঞ্চলে। ভরসন্ধ্যায় এলাকা দখলের লড়াইয়ে টিটাগড়ে চলল গুলি। সূত্রের খবর, আজ বাড়ির সামনেই ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্য়া নামার মুখে নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন হাসান। তখনই তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। তখন পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় গোটা এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন যুবক হাসান। তখন কয়েকজন এসে গুলি করে তাঁকে। পর পর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির আওয়াজে কেঁপে ওঠে এলাকা। তা শুনে বাসিন্দারা ছুটে এলে চম্পট দেয় দুষ্কৃতীরা। তখন রক্তাক্ত অবস্থায় হাসানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে পুলিশের খাতায় নাম রয়েছে হাসানের। জেলেও ছিলেন। দু’‌মাস আগে তিনি ছাড়া পান। তার পরই তাঁর মৃত্যু ঘটল। তবে টিটাগড়ে আগেও একাধিকবার শুটআউটের ঘটনা ঘটেছে। দু’দিন আগেও এলাকার দখল নিয়েই দুষ্কৃতীদের দুই দলের মধ্যে লড়াই চলে।

তারপর ঠিক কী ঘটল?‌ এদিনের ঘটনার সঙ্গে কোনওরকম রাজনৈতিক যোগ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবার দুষ্কৃতীদের গুলিতে যুবকের প্রাণ যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যারাকপুর কমিশনারেটের এক অফিসার বলেন, ‘দুষ্কৃতীরা ধরা পড়বেই। এভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমরা।’ এই ঘটনার একসপ্তাহ আগে গোষ্ঠী সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মাথা ফাটে। আরও একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। একসপ্তাহ পর পরপর দু’টি খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:‌ বিশ্বভারতীতে মেয়াদ শেষ বিদ্যুৎ চক্রবর্তীর, দায়িত্বে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক

আর কী জানা যাচ্ছে?‌ কয়েকদিন আগে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে অশান্ত হয়ে উঠেছিল টিটাগড়। এলাকার দুই কাউন্সিলরের দ্বন্দ্বকেই এই ঘটনার জন্য দায়ী করা হয়। এরপরে দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এবার শুটআউটের ঘটনা ঘটল। তবে কী কারণে হাসানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত নেমেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.