রামনবমী হিংসার তদন্তে মমতা সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বৃহস্পতিবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে NIA. তার ২৪ ঘণ্টার মধ্যে NIA আইনকেই অবৈধ ঘোষণার দাবিতে পালটা মামলা দায়ের করল রাজ্য। সঙ্গে আদালতের পূর্ববর্তী রায়ের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে তা খারিজের আবেদন জানিয়েছে রাজ্য। রামনবমী হিংসা মামলায় NIA তদন্তের নির্দেশ প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে NIA আইনকেই অবৈধ ঘোষণার দাবিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা করা হয়। মামলা থেকে সঙ্গে সঙ্গে অব্যহতি নিয়ে নেন বিচারপতি ভট্টাচার্য। ওই মামলায় আদালতের নির্দেশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে তাও খারিজের আবেদন জানানো হয়।
গত মার্চে রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া, রিষড়া, ডালখোলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা। ওই ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবেদনে সায় দিয়ে NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। এর পর রামনবমী হিংসায় NIA তদন্তের জন্য বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার।
যদিও NIA-র দাবি, গত কয়েকমাসে এই তদন্তে তাদের ন্যূনতম সহযোগিতা করছে না রাজ্য সরকার। এই মর্মে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে তারা।