তৃণমূল নেতার হত্যাকে কেন্দ্র করে শোরগোলের মধ্যেই বদলি হলেন জয়নগর থানার আইসি। সঙ্গে বদলি হলেন টিটাগড় থানার আইসিও। শাস্তিমূলক বদলি হিসাবে ২ জনকেই পাঠানো হল কম গুরুত্বপূর্ণ পদে। তবে রাজ্য প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, দুটোই রুটিন বদলি।
সোমবার খুন হন জয়নগরের বামনগাছি পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত প্রধানের স্বামী তথা অঞ্চল তৃণমূল সভাপতি সইফুদ্দিন লস্কর। তার পর সপ্তাহ ঘুরতে না ঘুরতে বদলি হয়ে গেলেন ওসি রাকেশ চট্টোপাধ্যায়। তাঁকে বারাকপুর কমিশনারেটের স্পেশ্যাল সেলে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় আইসি হচ্ছেন পার্থসারথি পাল।
ওদিকে টিটাগড় থানা এলাকায় একের পর এক খুনে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তৃণমূল কাউন্সিলরকে ধমক দিতে দেখা গিয়েছিল আইসিকে। সেই আইসি সমিত মণ্ডলকে বদলি হলেন। তাঁকে বীরভূমে মিসিং পার্সন স্কোয়াডে পাঠিয়ে দিল নবান্ন। তাঁর জায়গায় টিটাগড় থানার আইসি হলেন তাপস কুমার নস্কর।
তৃণমূল কাউন্সিলরকে আইনের পাঠ পড়িয়েই কি নবান্নের চক্ষুশূল হলেন টিটাগড়ের আইসি। প্রশ্ন তুলছেন অনেকে। একই সঙ্গে প্রশ্ন উঠছে অস্থির সময়ে জয়নগরের আইসি বদল নিয়েও। তবে নবান্নের দাবি, সবটাই রুটিন বদলি।