লেকটাউনে বাড়ির সামনে দমকলকর্মীকে গুলি করে খুনের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ২ অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। বিধাননগরের নগরপাল গৌরব শর্মা জানিয়েছেন, ধৃতরা সুপারি কিলার। তাদের যারা নিয়োগ করেছিলেন তাদের ধরার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ব্যক্তিগত কারণে এই খুন।
গৌরববাবু জানিয়েছেন, ধৃতরা বারাকপুর কমিশনারেটের খড়দা ও টিটাগড় থানা এলাকার বাসিন্দা। ব্যক্তিগত আক্রোশ থেকে দমকলকর্মী স্নেহাশিস রায়কে খুন করতে তাদের নিয়োগ করেছিল কেউ বা কারা। ট্রেনে করে লেকটাউনে পৌঁছয় খুনিরা। স্নেহাশিসবাবুকে গুলি করে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে গা ঢাকা দেয়। বিধাননগর গোয়েন্দা পুলিশের দল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের সনাক্ত করে।
গৌরব শর্মা বলেন, ধৃতরা অপরাধ কবুল করেছে। কী কারণে খুন তাও জানিয়েছে তারা। সঙ্গে খুনের গোটা পরিকল্পনাও খোলসা করেছে। তবে বাকি অভিযুক্তদের গ্রেফতার করার আগে তা প্রকাশ্যে আনা যাবে না। এদিন ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর মোটরসাইকেল বাড়িতে ঢোকাচ্ছিলেন লেকটাউনের গ্রিন পার্ক এলাকার সারদাপল্লির বাসিন্দা স্নেহাশিসবাবু। তখন তাঁকে পিছন থেকে গুলি করে আততায়ীরা। এর পর এলাকা ছেড়ে পালায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে লেকটাউন থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুরু হয় আততায়ীয়েদর সনাক্তকরণের প্রক্রিয়া।
এদিন গৌরব শর্মা জানান, মাস কয়েক আগে স্নেহাশিসবাবুকে লক্ষ্য করে গুলি চালনার কথাও স্বীকার করেছে আততায়ীরা।