দিনে দুপুরে উত্তর ২৪ পরগনার লেকটাউনে মেয়ের সামনে গুলি করে খুন করা হল দমকল কর্মীকে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটেছে লেকটাউনের গ্রিন পার্ক, সারদা পল্লি এলাকায়। নিহত স্নেহাশিস রায়কে ২ কম বয়সী যুবক মোটরসাইকেলে করে এসে গুলি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্নেহাশিসবাবুকে রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মাস কয়েক আগেও স্নেহাশিসবাবুকে লক্ষ্য করে গুলি চলেছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন বিকেলে মেয়েকে স্কুল থেকে এনে মোটরসাইকেল বাড়ির ভিতরে ঢোকাচ্ছিলেন স্নেহাশিসবাবু। তখন তাঁকে পিছন থেকে গুলি করে ২ কম বয়সী যুবক। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে RG কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ৯ মাস আগে স্নেহাশিসবাবুকে লক্ষ্য করে দমদম থানা এলাকায় গুলি চালায় দুষ্কৃতীরা। সেবার লক্ষ্যভ্রষ্ট হয়েছিল গুলি। দমদম থানায় অভিযোগ জানিয়েছিলেন এই দমকলকর্মী। কিন্তু পুলিশ ঘটনার কিনারা করতে পারেনি। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করলে স্নেহাশিসবাবুর এই পরিণতি হত না বলে দাবি পরিবারের।
এদিন ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। সঙ্গে কে বা কারা গুলি চালাল জানতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। শোক কাটিয়ে উঠলে পরিবারের সঙ্গে কথা বলে সূত্র পাওয়ার চেষ্টা করবেন তাঁরা।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, স্মরণাতীতকালে এলাকায় এই ধরণের ঘটনা ঘটেনি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছে তারা।