এবার হাওড়া ডিভিশনে রেল লাইনের মেরামতি, সিগন্যাল ও ওভারহেড তারের দেখভালের কাজ করা হবে। এর জেরে একাধিক লাইনে ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ২২.০৭.২০২৩ শনিবার ও ২৩.০৭.২০২৩ রবিবার এই ট্রেন পরিষেবা ব্যহত হতে পারে। হাওড়া বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল নৈহাটি, বর্ধমান -হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ, খানা-গুমানি শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হতে পারে। পাওয়ার ব্লকের জন্য়ই এই সমস্যা হবে।
যে ট্রেনগুলি বাতিল হচ্ছে তার তালিকা জেনে নিন
২২.০৭.২০২৩
হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল: 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915.
বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল: 37832, 36834, 36836, 36838, 36840, 37842, 03587.
আরামবাগ থেকে বাতিল ট্রেনগুলি হল: 37364.
ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলি হল: 37536, 37538, 37242, 37244, 37749
নৈহাটি থেকে বাতিল ট্রেনগুলি হল . 37535, 37537.
মেমারি থেকে:37652.
চন্দনপুর থেকে: 36034, 36036.
ডানকুনি থেকে 32228, 32230, 32232, 32234, 32236.
শিয়ালদা থেকে 32411, 32227, 32229, 32231, 32233, 32235.
বারুইপুর থেকে 32412.
রামপুরহাট থেকে 03588.
কাটোয়া থেকে 37748, 37924, 03095, 03097, 03035
আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036
২৩.০৭.২০২৩ তারিখে বাতিল ট্রেন গুলি হল
হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল:37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915
বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল: 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587
আরামবাগ থেকে বাতিল ট্রেনগুলি হল: 37364
ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলি হল: 37536, 37538, 37242, 37244, 37749.
নৈহাটি থেকে বাতিল ট্রেনগুলি হল . 37535, 37537.
মেমারি থেকে: 37652.
চন্দনপুর থেকে: 36034.
শেওড়াফুলি থেকে: 37056. 36034, 36036.
ডানকুনি থেকে 32228, 32230, 32232, 32234.
শিয়ালদা থেকে 32411, 32227, 32229, 32231, 32233.
বারুইপুর থেকে 32412.
রামপুরহাট থেকে 03588.
কাটোয়া থেকে 37748, 37924, 03095, 03097, 03035.
আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036
এছাড়াও কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে। ৩৭৩৬১ হাওড়া-আরামবাগ লোকালের যাত্রা সংক্ষিপ্ত করে তারকেশ্বর পর্যন্ত করা হচ্ছে। এরপর ১২.৫৮ মিনিটে এটা ফিরবে।এটা ৩৭৩৬২ এর রুটে চলবে।
এছাড়াও কিছু ট্রেনের চলাচল কিছু সময়ের জন্য় নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।