ফলস ভোট পড়ছে। আপনারা দাঁড়িয়ে থেকে কী করছেন? ৬৭ নম্বর ওয়ার্ডে এভাবেই আঙুল উঁচিয়ে পুলিশকে শাসালেন সিপিএম নেত্রী। দীর্ঘক্ষণ ধরে তিনি পুলিশের কাছে জবাবদিহি চান। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের মুখে একটি কথাও নেই। তবে সব শেষে তিনি বলেন, পরিচয়পত্র দেখিয়েই সকলকে ঢোকানো হচ্ছে। তবে সিপিএমের অভিযোগ, বুথের ভেতর ঢুকে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। পুলিশের সামনেই এসব হয়েছে। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।
এদিকে বুথের সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশ আধিকারিককে ওই সিপিএম নেত্রী বলেন, আপনার সামনে ফলস ভোট দিচ্ছেন। ভোটের কার্ড আপনি দেখছেন না। আপনার সামনে লোক ঢুকে ভোট দিয়ে দিচ্ছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এরপরই এক যুবকের ভোটার কার্ড তিনি নিয়ে আসেন। পুলিশের সামনে সেই ভোটার কার্ডটি তুলে ধরে তিনি বলেন, এই ভোট পড়ল কী করে? কেন ওর ভোট পড়ল? ভোটার কার্ড ছাড়া কেন ঢুকতে দিলেন? এর জেরে ভোট পড়ে গেল। এটা কীভাবে হল?
এদিকে সিপিএম নেত্রীর তোপের মুখে পড়ে কোনও কথা বলতে চাননি পুলিশ আধিকারিকরা। কেন আমার পরিবারের ভোট পড়ে যাবে? কারা এই ভোট দিয়ে গেল? স্লিপ দিচ্ছে আর ঢুকিয়ে দিচ্ছে। কোথাও ভোটার কার্ড দেখছে না। তবে শেষ পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক এককথায় জবাব দেন, পরিচয়পত্র দেখেই ছাড়া হচ্ছে। তবে তারপরেও সিপিএম নেত্রী পুলিশকে লক্ষ্য করে নানাভাবে তোপ দাগেন।