আয়ারল্যান্ডে অধিনায়ক বুমরাহর হাত ধরে সহজেই সিরিজ জিতেছে ভারত। কিন্তু সেটা ছিল টি২০, চার ওভার বল করার খেলা। এবার এশিয়া কাপে ৫০ ওভারের ক্রিকেটে বহুদিন বাদে নামবেন জসপ্রীত বুমরাহ। সামনেই বিশ্বকাপ, সেখানে চোটগ্রস্ত ভারতের অন্যতম বড় অস্ত্র হল বুম। তবে বুমরাহ যেহেতু সদ্য চোট সারিয়ে আসছেন, তাই তাঁর প্রত্যাবর্তন নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই কথাই স্পষ্ট হল কোচ রাহুল দ্রাবিড়ের কথায়।
কোচ এটা স্পষ্ট করে দেন যে গত দুই বছর ধরে বুমরাহকে মারাত্মক মিস করেছে দল। প্রসঙ্গত টি২০ বিশ্বকাপে চোটের জন্য খেলতে পারেননি বুমরাহ। সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে গোহারান হারে দল। দ্রাবিড় বলেন যে বুমরাহ ভালো ছন্দে আছে, তবে খুব বেশি ম্যাচ এখনও খেলেনি। তাই ধীরে ধীরে দলের সঙ্গে বুমরাহ মিশে যাবেন। দ্রাবিড়ের কথায় আয়ারল্যান্ডে চার ওভার স্পেলে বেশ স্বচ্ছন্দ বোধ করেছেন মুম্বই ইন্ডিয়ানের তারকা। এবার এশিয়া কাপে সেটার ওপরেই আরো কাজ হবে। বিশ্বকাপ সামনে একমাস বাদে, ওটাই পাখির চোখ, সেটাও স্পষ্ট করে দেন রাহুল দ্রাবিড়।
বুমরাহ আসায় ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট আরো শক্তিশালী সে কথা স্বীকার করে নেন কোচ। এরফলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আরও ঘুরিয়ে ফিরিয়ে দলকে খেলানো যাবে, সেই ইঙ্গিত দেন তিনি। বিশ্বকাপে যে মারাত্মক চাপ থাকবে সেটা নিয়ে সম্যক ভাবেই ওয়াকবিহাল এই কিংবদন্তি। কিন্তু সেই নিয়ে বিশেষ ভাবতে চান না তিনি। বরং ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার যে সুযোগ সেটা সবাই উপভোগ করবে, এটাই তাঁর আশা।
দ্রাবিড় জানান যে খুব ভালো প্রস্তুতি হয়েছে, দল একেবারে তৈরি। অনেকেই চোট সারিয়ে ফিরেছে, তাই তাদের আরও বেশি করে গেমটাইম দিতে চায় দল, সেই কথা স্পষ্ট করে দেন তিনি। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ দুই তারিখ পাকিস্তানের বিরুদ্ধে। তারপর আছে নেপালের সঙ্গে খেলা। সুপার ফোরে কোয়ালিফাই করলে ফের পাকিস্তানের সঙ্গে খেলার সুযোগ থাকবে। অন্যদিকে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আট অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্যই যদিও সারা ক্রিকেটবিশ্ব চেয়ে আছে। সেটি হবে আমদাবাদের বিশ্বের অন্যতম বৃহৎ স্টেডিয়ামে। তবে সেখানে ভারতের ভালো করার জন্য নিশ্চিত ভাবেই জসপ্রীত বুমরাহর বড় অবদানের প্রয়োজন। তাই এশিয়া কাপে একটু ধীরে সুস্থে তিনি বোলিং করলে অবাক হবেন না বিশেষজ্ঞরা।