পশ্চিম আফ্রিকা টি-টোয়েন্টি ট্রফিতে ঘটল এক মজার ঘটনা। এটাকে লজ্জার রেকর্ডও বলা যেতে পারে। এই টুর্নামেন্টের একটি ম্যাচে গত বৃহস্পতিবার মুখোমুখি হয় ঘানা এবং রেওয়ান্ডা। এই ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানেই ঘটে এক নজির। সুপার ওভারে সবচেয়ে কম রান করে রেওয়ান্ডা।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে রেওয়ান্ডা করে ১২১ রান। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন হামজা খান এবং কেভিন ইরাকোজে। এই দুই ব্যাটার বাদে আর কেউই বড় রান করতে পারেননি। তারা এসেছেন আর গিয়েছেন। হামজা খান ৪৬ বলে ৪৫ রান করেন ২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও কেভিন ১৮ বলে ৩৪ রান করেন ১টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে। নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে তারা ১২১ রান তোলে। বল হাতে দুটি উইকেট নেন স্যামসন আওয়াইশ।
জবাবে ব্যাট করতে নেমে ঘানাও শুরুটা খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। কারণ শুরুতেই রানআউট হয়ে ফিরে যান জেমস। মাত্র ৪ রান করেন তিনি। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে থাকে ঘানা। অ্যালেক্স এবং ওবেড এই ব্যাটার এই দুই ব্যাটার কিছুটা হলেও ধাক্কা সামলে দেন। কিন্তু দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। ঘানার হয়ে সবচেয়ে বেশি রান করেন কেলভিন। ১৪ বলে করেন ২৩ রান ২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও জোসেফ ৯ বলে ১৮ রান করেন। শেষ পর্যন্ত ঘানার ব্যাটাররা লড়াই করে ১২১ রানে আটকে যায়।
টি-টোয়েন্টির নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ঘানা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬ রান তোলে ১ উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩ রানে অলআউট হয়ে যায় রেওয়ান্ডা। সুপার ওভারে ম্যাচ জিতে নেয় ঘানা। এই ম্যাচে সুপার ওভারে সবচেয়ে কম রান ডিভেন্ড করার যেমন নজির গড়েছে ঘানা। ঠিক তেমনই লজ্জার নজির গড়েছে রেওয়ান্ডা। ক্রিকেটের ইতিহাসে সুপার ওভারে সবচেয়ে কম রান লজ্জার নজির গড়ে তারা। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সুপার ওভারে সবচেয়ে কম রান এটি।