শুভব্রত মুখার্জি :- চলতি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ঘটে গিয়েছে এক অদ্ভুত ঘটনা। মিরপুর টেস্টের প্রথম দিনেই ঘটে যায় এই বিরল ঘটনা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' ('হ্যান্ডলিং দ্য বল') আউট হয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের কিপার ব্যাটার প্রথম দিনেই এই বিরল নজির গড়ে ফেলেন। দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে দলের সিনিয়র ব্যাটারকে ডিফেন্ড করতে দেখা গেল মেহেদি হাসান মিরাজকে। আর এই ডিফেন্ড করতে গিয়েই তিনি টেনে আনলেন ওডিআই বিশ্বকাপের শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিতর্কিত 'টাইমড আউট' ইস্যুকে।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেহেদি হাসান মিরাজ জানালেন, ‘দেখুন এই ঘটনা (হাত দিয়ে বল ঠেকানো) কোনও ভাবেই ইচ্ছাকৃত ঘটনা নয়। ঘটনাটা খেলার গতির সঙ্গে তাল মিলিয়েই ঘটে গিয়েছে। কেউ জেনে শুনে ওইভাবে আউট হতে কখনও চাইবে না। ম্যাচে ব্যাট করার সময়ে মাথায় নানা ভাবনা চিন্তা চলতেই থাকে। বিভিন্ন পরিস্থিতিতে নানা চিন্তাভাবনা চলতে থাকে। ওডিআই বিশ্বকাপের ম্যাচে একটা টাইমড আউট সিদ্ধান্তও আমাদের পক্ষে গিয়েছিল। শ্রীলঙ্কান ব্যাটারের সে দিনের সেই সিদ্ধান্ত আমাদের পক্ষে গিয়েছিল। আজকে মুশফিকুর ভাইয়ের ঘটনা আমাদের বিপক্ষে গিয়েছে।’
মেহেদি আরও যোগ করে বলেন, ‘মুশফিকুর ভাইয়ের এই ঘটনা ঘটে গিয়েছে খেলার গতির সঙ্গে তাল মিলিয়েই। আমিও যখন ব্যাট করি, তখন আমিও বিভিন্ন শট খেলার পরে যদি বল স্ট্যাম্পের কাছাকাছি আসে তখন আমাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। কী করতে পারি বা পারি না সেই সব মাথাতে রেখেই যদিও সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, তবে অনেক সময়ে এটা হয়ে ওঠে না। তবে একজন ক্রিকেটার হয়ে এই কথাটা বলতে আর যাই হোক কোনও ক্রীড়াবিদই এটা ইচ্ছাকৃতভাবে করেন না।’ উল্লেখ্য বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। অন্যদিকে প্রথম দিনে এই টেস্টে পড়েছিল ১৫টি উইকেট। বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যাওয়ার পরবর্তীতে নিউজিল্যান্ড জবাবে ৫৫ রানে হারিয়েছে পাঁচ উইকেট।