দীর্ঘদিন পর ভারতীয় ওডিআই দলে ফিরেছেন। বিশ্বকাপের আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। আর সেই সিরিজের জন্য অশ্বিনকে দলে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলে এই সিনিয়র ক্রিকেটারকে নেওয়ায় শোরগোল যেমন পড়েছে, ঠিক তেমনই অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রবিচন্দ্রন অশ্বিন দীর্ঘদিন ওডিআই খেলেননি। আবাক সামনেই বিশ্বকাপ, সেই দলেও নেই। কেন বিশ্বকাপ শুরুর আগে তাঁকে সুযোগ দেওয়া হল। এই নিয়ে বিস্তর প্রশ্ন যেমন দেখা দিচ্ছে। ঠিক তেমনই ভারতীয়ও দলও প্রস্তুত সব উত্তর দিতে।
এই দল নির্বাচনের পরই অশ্বিনকে কেন নেওয়া হয়েছে তা স্পষ্ট করেছেন রোহিত। তিনি বলেছেন, 'অশ্বিন দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছে এমনটা নয়। হ্যাঁ, এটা ঠিক যে একদিনের ফরম্যাটে ও অনেকদিন ধরে খেলেনি। তবে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছে এবং এমনকি আমি খুব ভুল না হলে তামিলনাড়ু ক্রিকেট প্রিমিয়র লিগেও অংশগ্রহণ করেছিল ও। আমি কোনও তুলনা টানছি না তবে ওখানে ও কিছু ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে আমরা এটা বুঝে নিতে পারব ওর অবস্থা এখন কেমন রয়েছে।'
শুধু ভারত অধিনায়কই নন, জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকরও বুঝিয়ে দেন কেন অশ্বিনকে নেওয়া হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষবার জাতীয় দলের হয়ে ওডিআই খেসেছেন তিনি। নিয়মিত টেস্টে সুযোগ পেলেও ওডিআই খেলতেন না অশ্বিন। স্বাভাবিক ভাবেই তাঁকে দলে নেওয়া অবাক সকলেই।
যদিও উল্টো ছবি ধরা পড়ছে অন্যদিকে। ভারতীয় ওডিআই দলে সুযোগ পেতেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন অশ্বিন। সেখানেই সাইরাজা বাহুতুলেকে সঙ্গে নিয়ে প্রস্তুতিও সারছেন তিনি। তবে মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে নামার আগে স্থানীয় কোনও দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন অশ্বিন। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
নাম প্রকাশে অনিচ্ছুক তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা ক্রিকবাজকে জানান, 'অশ্বিন অনেক দিন ৫০ ওভারের ক্রিকেট খেলেনি। অনেক মাস পর ভারতীয় ওডিআই দলে সুযোগ পেয়েছে সে। ফলে সে চাইছে, ভারতের হয়ে খেলতে নামার আগে একটি অনুশীলন ম্যাচ খেলতে। তিনি সম্প্রতি তাঁর শরীরের নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের নির্দেশনায় তার দক্ষতা বাড়াতে এনসিএ গিয়েছেন। তিনি যে কোনও চ্যালেঞ্জের জন্য নিজেকে ব্যাপকভাবে প্রস্তুত। এবং ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর।'