শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক সময়ে বিশ্ব টি-২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলিয়ার্সের ভঙ্গিমায় ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। আধুনিক যুগের ক্রিকেটে ডি'ভিলিয়ার্সের মতন তাঁকে মিস্টার ৩৬০ ও বলা হয় এই কারণে। উইকেটের যে কোনও দিকে যে কোনও শট খেলতে সাবলীল তিনি। শেষ অস্ট্রেলিয়া সিরিজে তার অধিনায়কত্বেই সিরিজ জিতেছে ভারতীয় দল। এবার তাঁর নেতৃত্বেই প্রোটিয়াভূমে টি -২০ সিরিজ খেলছে ভারতীয় দল। সিরিজের প্রথম ম্যাচ ডারবানে বৃষ্টির কারণে খেলাই হয়নি। দ্বিতীয় টি-২০'তে ব্যাট করতে নেমে এক অনন্য নজির গড়ে ফেলেছেন ভারত অধিনায়ক।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২০০০ রান পূর্ণ করার নজির গড়েছেন তিনি। সব থেকে কম বল খেলার নিরীখে এই নজির গড়েছেন তিনি। পিছনে ফেলে দিয়েছেন টি-২০ বিশ্বকাপ জয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। আন্তর্জাতিক টি-২০'তে ২০০০ রান পূরণ করতে সূর্যকুমার খেলেছেন মাত্র ১১৬৩ বল। আর সেখানে অ্যারন ফিঞ্চ এই ২০০০ রান পূরণ করতে নিয়েছিলেন ১২৮৩ বল। অর্থাৎ ফিঞ্চের থেকে ১২০ বল কম খেলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূরণ করেছেন সূর্যকুমার যাদব।
প্রসঙ্গত সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন সূর্যকুমার যাদব। তবে ব্যাট হাতে তেমন বলার মতন কোন পারফরম্যান্স করে উঠতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলা এই ব্যাটার। তবে ওডিআই ফর্ম্যাট থেকে টি-২০ ফর্ম্যাটে ফেরত আসার পরেই তিনি যেন তাঁর ছন্দ ফিরে পেয়েছেন। অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের পরেই ঘরের মাটিতে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে করেছেন ঝোড়ো ৮২ রান। আর প্রোটিয়াভূমে দ্বিতীয় টি-২০ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করতে দেখা গেল তাঁকে। চার নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ৩৬ বলে করেন ৫৬ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং তিনটি ছয়ে। স্ট্রাইক রেট ছিল ১৫৫.৫৬। আর এই ইনিংস খেলেই রেকর্ডবুকে নিজের জায়গা পাকা করেছেন সূর্যকুমার যাদব।