Australia recorded highest total against New Zealand- ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেডের মধ্যে প্রথম উইকেটে সেঞ্চুরি জুটির ভিত্তিতে শনিবার নিউজিল্যান্ডকে ৩৮৯ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি মিস করলেও টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে সেঞ্চুরি করেন ট্র্যাভিস হেড। ডেভিড ওয়ার্নার ৮১ রানের ব্যক্তিগত স্কোরে রান আউট হয়েছিলেন কিন্তু এই ইনিংসে তিনি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন। একই সঙ্গে ওডিআইতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ান দল। যেখানে বিশ্বকাপে এক ইনিংসে কোনও দলের সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা।
এর পাশাপাশি অস্ট্রেলিয়া এ দিন ওডিআই ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ স্কোর রেকর্ড করেছে। ধর্মশালায় আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ২৭তম ম্যাচে ৪৯.২ ওভারে ৩৮৮/১০ রেজিস্টার করেছিল অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপে অভিষেকে ১০৯ (৬৭) রান করেন। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলের সর্বোচ্চ ওডিআই স্কোর ছিল ৩৭৮/৫ রান। এটি অজি দল করেছিল ২০১৬ সালের ৬ ডিসেম্বর। এটি হয়েছিল ক্যানবেরায়। দীর্ঘ সাত বছর পরে সেই রেকর্ড ভেঙে দিল ট্র্যাভিস হেড-ডেভিড ওয়ার্নাররা।
অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ৬৫ বলে ৮১ রান করেন। এ সময় তিনি তার ইনিংসে মারেন ৫টি চার ও ৬টি ছক্কা। যার সাহায্যে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ক্রিস গেইলের নামে রয়েছে। তিনি ৪৯টি ছক্কা মেরেছিলেন। রোহিতের ৪০টি ছক্কা, এবি ডি ভিলিয়ার্সের ৩৭টি এবং ওয়ার্নারের ৩৬টি ছক্কা রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল ৩৩টি ছক্কা এবং রিকি পন্টিং ৩১টি ছক্কা মেরেছেন।
একদিনের ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে ২০টি ছক্কা মেরেছে অস্ট্রেলিয়া। যা একদিনের ইনিংসে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড। এর আগে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে ১৯টি ছক্কা মেরেছিল দলটি। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দল। বিশ্বকাপে দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ২৫টি ছক্কা মেরেছিল তারা।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড-
৪৯ - ক্রিস গেইল
৪০ - রোহিত শর্মা
৩৭ - এবি ডি'ভিলিয়ার্স
৩৬ - ডেভিড ওয়ার্নার
৩৩ - গ্লেন ম্যাক্সওয়েল
৩১- রিকি পন্টিং
অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে যেই ম্যাচে-
২০ বনাম নিউজিল্যান্ড, ধরমশালা, ২০২৩
১৯ বনাম ভারত, বেঙ্গালুরু, ২০১৩
১৯ বনাম পাকিস্তান, বেঙ্গালুরু, ২০২৩
১৬ বনাম নিউজিল্যান্ড, হ্যামিল্টন, ২০০৭
১৬ বনাম বাংলাদেশ, মিরপুর, ২০১১
বিশ্বকাপে দলের ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড-
২৫ - ইংল্যান্ড বনাম আফগানিস্তান, ম্যাঞ্চেস্টার, ২০১৯
২০ - অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ধর্মশালা, ২০২৩
১৯ - ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে, ক্যানবেরা, ২০১৫
১৯ - অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, বেঙ্গালুরু, ২০২৩
১৯ - দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, মুম্বই, ২০২৩