শুভব্রত মুখার্জি: ভারতের মাটিতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে নেই ইংল্যান্ড দল। আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জিতেছে ইংল্যান্ড দল। বাংলাদেশকে হারানোর পরে গত ম্যাচে তারা জয় পেয়েছে নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে।
বুধবার পুণের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড। এই ম্যাচেই ১৬০ রানের বড় ব্যবধানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড দল। এই ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্স করেছেন ক্রিস ওকস। আর এই পারফরম্যান্স করেই ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথামের নজিরকে স্পর্শ করেছেন তিনি।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন ইয়ান বোথাম। এবার সেই নজিরকেই স্পর্শ করেছেন ক্রিস ওকস। ব্যাট হাতে বেন স্টোকসের সঙ্গে জুটি বেঁধে কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন ওকস। করেন অর্ধশতরানও।
ম্যাচে ওকস সাত ওভার বল করেছেন। দিয়েছেন মাত্র ১৯ রান। নিয়েছেন একটি উইকেট। আর এই উইকেটটি নিয়েই তিনি বোথামের নজির স্পর্শ করেছেন। ম্যাচে তিনি আউট করেন ম্যাক্স ও'দাউদকে। মাত্র পাঁচ রানে ফিরে যান ম্যাক্স ও'দাউদ। বলটি চিপ করে মারতে গিয়ে মইন আলির হাতে ক্যাচ দেন তিনি। আর এই উইকেটটি নিয়েই ওকস স্পর্শ করেন স্যার ইয়ান বোথামকে।
এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপে ওকসের উইকেট সংখ্যা ৩০। স্যার ইয়ান বোথামের ঝুলিতেও রয়েছে ৩০টি উইকেট। ২৯টি উইকেট নিয়ে ইংল্যান্ডের বোলারদের মধ্যে এরপরেই রয়েছেন ফিল ডেফ্রিটাস। এরপরের স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন। তাঁর ঝুলিতে রয়েছে ২৭টি উইকেট। স্পিনার আদিল রশিদ এবং মার্ক উডের ঝুলিতে রয়েছে ২৪টি করে উইকেট।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডের হয়ে দুরন্ত ১০৮ রানের ইনিংস খেলেছেন বেন স্টোকস। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে অর্ধশতরান করেছেন ক্রিস ওকস। এছাড়াও ডেভিড মালান করেছেন ৮৭ রান।