শুভব্রত মুখার্জি- চলতি ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স একেবারেই ধারাবাহিক ছিল না। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল প্রথমে শুরুটা বেশ ভালোই করেছিল। নেদারল্যান্ডস, শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই ম্যাচ জিতেছিল বাবররা। তবে এরপরেই ঘটে ছন্দপতন। ভারতের বিরুদ্ধে খুব খারাপভাবে হারতে হয় পাক দলকে। ১৫৫ রানে দুই উইকেট থেকে সেই ম্যাচে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান দল। এরপর পরপর ম্যাচে হারতে হয়েছে তাদের। শেষের দিকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা জয় তুলে নিয়েছে ঠিক তবে গোটা বিশ্বকাপ জুড়েই তারা ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে ভুগেছে। তবে এমন অবস্থাতেও কিন্তু বাবরদের জন্য ভারতীয় সমর্থকদের ভালোবাসা একটুও কমেনি। বাবরদের দুহাত উজাড় করে সমর্থন জানিয়েছেন ভারতীয় সমর্থকরা। আর তাতে স্বাভাবিকভাবেই আপ্লুত ভারত অধিনায়ক। সে কথা তিনি স্পষ্ট করে দিয়েছেন সম্প্রতি।
প্রসঙ্গত ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পরে ফের সাত বছর পরে ভারতে খেলতে এসেছে পাকিস্তান দল। তবে শেষবার টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসেননি বাবর। ফলে এটাই বাবরের কাছে প্রথম ভারত সফর। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে নিয়ে তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট ভক্তরা। বাবরকে ঘিরে ভক্তদের সেই উন্মাদনা চোখ এড়ায়নি তারকা ব্যাটারের। তিনি জানিয়েছেন, ‘সত্যি কথা বলছি আমি প্রথমত ভারত থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। প্রচুর সমর্থকদের সমর্থন পেয়েছি। তবে এই ভালোবাসা, এই সমর্থন আমি একা পাইনি। আমাদের গোটা দল এটা পেয়েছে। আর তাতে আমি খুবই আপ্লুত। আমি এই বিশ্বকাপে অনেক ম্যাচেই ভালো করে ফিনিস করতে পারিনি। আমার লক্ষ্য ছিল ব্যাটিংয়ে খুব ভালো পারফরম্যান্স করা। আমার লক্ষ্য ছিল দলের হয়ে একটা ভালো ফিনিস করা। ৫০ বা ১০০ করা আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। দলের জয় ছিল আমার মূল লক্ষ্য।’
তিনি আরও যোগ করেন, ‘আমার ব্যক্তিগত পারফরম্যান্সের থেকেও গুরুত্বপূর্ণ দলের জয়। যে পারফরম্যান্স দলের জয়ে সহায়তা করে সেটাই লক্ষ্য। পরিবেশ পরিস্থিতি বিচার করে আমি কখনও স্লো খেলেছি। কখনও আক্রমণাত্মক খেলা খেলেছি। আমি পরিবেশের কথা মাথাতে রেখেই খেলি কারণ সেই সময়ে আমার দলের যেটা দরকার সেটা করাই আমার লক্ষ্য থাকে।’ চলতি বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে । সেই ম্যাচের আগে আটটি ম্যাচ খেলে একটি ও শতরান পাননি বাবর। যা নিঃসন্দেহে প্রভাব ফেলেছে তাঁর দলের পারফরম্যান্সে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে এখন পর্যন্ত পাক দলের হয়ে মাত্র দুইজন শতরান করেছেন।একজন মহম্মদ রিজওয়ান এবং অপরজন ফখর জামান। ব্যাটিংয়ে সমস্যার পাশাপাশি বোলিংয়েও তাদের দুই প্রধান উইকেট সংগ্রাহক শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফের ফর্মও সমস্যায় ফেলেছে পাক দলকে। যার প্রভাব পড়েছে তাদের পারফরম্যান্সে।