আজ বিশ্বকাপে বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আজকের ম্যাচ নিউজিল্যান্ডের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে যেতে হলে। কিন্তু জয়ের পথে কাটা হয়ে দাঁড়াতে পারে বেঙ্গালুরুর আবহাওয়া। কেন? আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, 'মেঘে ঢাকা থাকতে পারে ৮৬ শতাংশ। অন্যদিকে, ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি এবং ৫৪ শতাংশ সম্ভাবনা রয়েছে ঝড়ের।' অর্থাৎ, বৃষ্টি কিউয়ি বাহিনীদের সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে বলে মনে করা হচ্ছে। যদি বৃষ্টির জন্য এই ম্যাচ ভেস্তে যায় তাহলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে নিউজিল্যান্ড।
অন্যদিকে বেঙ্গালুরুর পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। ছোট মাঠ হওয়ায় রান করার সুযোগ থাকবে। মনে করা হচ্ছে বৃষ্টি না এলে আজও একটি দুর্দান্ত 'হাই স্কোরিং' ম্যাচ হওয়ার সম্ভবনা আছে। প্রসঙ্গত, গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪০০ রান করেছিল নিউজিল্যান্ড, কিন্তু ডাকওয়ার্থ লুইস মাধ্যমে পরাজয়ের শিকার হতে হয় তাদের।
উল্লেখ্য, এই মুহূর্তে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, দুই দলই বেশ রয়েছে চাপে। নিউজিল্যান্ড প্রথম চারটি ম্যাচ জিতে টেবিল টপার ছিল। কিন্তু এরপর পরপর চারটি ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কার্যত কঠিন হয়ে গিয়েছে। যদিও সম্ভবনা এখনও রয়েছে। তার লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড। তাই আজকের ম্যাচ শুধু জিতলেই হবে না, কেন উইলিয়ামসনদের জিততে হবে বড় ব্যবধানে। এছাড়াও আগামী ম্যাচে পাকিস্তান কি ফল করবে সেটার উপরও নির্ভর করছে কিউই বাহিনীদের প্রতিযোগিতার পরবর্তী অধ্যায়, অর্থাৎ সেমিফাইনালে যাওয়া। পাকিস্তান ছাড়াও কেন উইলিয়ামসন বাহিনীর পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে আফগানিস্তান। তারাও রয়েছেন ৮ পয়েন্টে এবং এখানেও রয়েছে নেট রান রেটের খেলা। অন্যদিকে, শ্রীলঙ্কা ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। ৮টি ম্যাচ খেলে ২টিতে জয় এবং ৬টিতে হারের মুখ দেখতে হয় তাদের।
তবে নিউজিল্যান্ডের কাছে এই মুহূর্তে প্রধান অস্ত্র, অলরাউন্ডার স্পিনার রাচিন রবীন্দ্র। ব্যাট হাতে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন এই বিশ্বকাপে। এই মুহূর্তে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনিই এই প্রতিযোগিতায়। এবার দেখার বিষয় আজকের ম্যাচে একই রকম খেলা দেখাতে পারেন কিনা তিনি। অন্যদিকে, প্রথমে ব্যাট করলে কত রান করবে নিউজিল্যান্ড এবং তার সাথে কত রানে অলআউট করবে শ্রীলঙ্কাকে সেটাও চিন্তায় রেখেছে কিউই সমর্থকদের।