লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়নি এখনও। তবে তার আগে কেরলে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করল বাম পরিচালিত এলডিএফ। একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদদের এই তালিকায় রাখা হয়েছে। এদিকে বিগত দিনের পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে ২০১৯ সালে একটি মাত্র আসনে জয় পেয়েছিল এলডিএফ। একমাত্র আলাপুজ্ঝা আসনটি তাদের দখলে গিয়েছিল। তবে এবার ২০২৪এর ভোট। সামনে বড় লড়াই। সেকারণে একেবারে কোমর বেঁধে ময়দানে নামছে এলডিএফ। সব মিলিয়ে ১৫টি লোকসভা আসনে তারা প্রার্থী পদ ঘোষণা করেছে।
সিপিএমের কেরল রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন জানিয়েছেন, এবারের ভোট দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর বিজেপি পরিচালিত এনডিএকে ক্ষমতায় ফেরানো যাবে না। এটা সবার আগে নিশ্চিত করতে হবে। সেই সঙ্গেই রাহুল গান্ধী ফ্যাক্টরকে কোনওভাবেই মানতে চাননি তিনি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, রাহুল গান্ধী পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ এটা মানা যায় না।
এদিকে এবারের লোকসভা ভোটে রাহুল গান্ধী ফের ওয়ানাড় আসন থেকে দাঁড়াবেন এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সিপিএম নেতৃত্ব। গোবিন্দনের সাফ কথা গোটা বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্ট দলের উপর। তবে তিনি জানিয়েছেন, যদি বিজেপিকে হারানোর লক্ষ্য় থাকে তবে রাহুল গান্ধীকে হিন্দি বলয়ের কোনও আসন থেকে দাঁড়াতে হবে।
তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন রাহুল গান্ধীর কেরলে আসার কোনও দরকার নেই। কারণ বিজেপি কেরলের একটি আসন থেকেও এখানে দাঁড়াচ্ছেন না। এদিকে বাম পরিচালিত এলডিএফ সব মিলিয়ে কেরলে ২০টি আসনে প্রার্থী দিয়েছেন। এদিকে তাদের শরিক দল সিপিআই ও কেরল কংগ্রেস তাঁদের প্রার্থী ঠিক করে ফেলেছেন।
সিপিএমের জেলা সম্পাদকের মধ্য়ে থেকে এমভি জয়ারাজন কান্নুর আসন থেকে, এমভি বালাকৃষ্ণান কাসারাগোড় থেকে, প্রাক্তন এমপি জয়েস জর্জ ইড়ুক্কি আসন থেকে, বামেদের যুব নেতা ভি ভাসিফ মালাপ্পুরম থেকে, প্রাক্তন আইউএমএল নেতা কেএস হামসা পোন্নানি থেকে, কেএসটিএ নেতা কে জে সাইন এর্নাকুলাম থেকে ভোটে প্রার্থী পদ পেয়েছেন।
প্রাক্তন মন্ত্রী কেকে শৈলজা বরাকারা আসন থেকে, টিএম থমাস আইজ্যাক পত্থনমথিত্তা থেকে, মন্ত্রী কে আলাথুর চালাকুড়ি আসন থেকে, মন্ত্রী কে রাধাকৃষ্ণন আলাথুর আসন থেকে, এম মুকেশ কোল্লাম আসন থেকে, বিধায়ক ভি জয় আত্তিঙ্গাল আসন থেকে, এমপি এএম আরিফ আলাপুজ্ঝা আসন থেকে, রাজ্যসভার এমপি ইলামারম করিম কোঝিকোড় থেকে, সিপিএম নেতা এ বিজয়ারাঘবন পালাক্কাড় আসন থেকে দাঁড়াচ্ছেন।