সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদ। বিজেপির রাজ্য সভাপতি। বাংলার লড়াকু নেতা বলেই পরিচিত। তিনি এবারও বালুরঘাটের বিজেপি প্রার্থী। নিয়ম মেনে তিনি আয়ের হিসেব জমা দিয়েছেন। সেক্ষেত্রে কতটা আয় হয় সুকান্ত মজুমদারের?
হলফনামা অনুসারে ও সংবাদ মাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে ২০২২-২৩ অর্থবর্ষে সুকান্তর আয় ছিল ৯ লাখ ৯৪ হাজার ৬২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯ লাখ ৩০ হাজার ৩২০ টাকা।
এবার জেনে নেওয়া যাক এখন সুকান্ত মজুমাদের হাতে কত টাকা আছে?
বর্তমানে সুকান্ত মজুমদারের হাতে রয়েছে ৫০ হাজার নগদ টাকা। আর তাঁর স্ত্রীর কাছে রয়েছে ২০ হাজার টাকা।
এবার সুকান্ত মজুমদারের গাড়ির বিবরণটা একবার জেনে নিন। ২০১১ সালে সুকান্ত মজুমদার একটা গাড়ি কিনেছিলেন। তখন দাম পড়েছিল ৪৫ হাজার টাকা। ২০২১ সালে তিনি একটি চারচাকা গাড়ি কেনেন। দাম পড়েছিল ৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা। তাঁর স্ত্রী ২০১৬ সালে একটি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ির দাম ছিল ৪ লাখ ৩৬ হাজার ৩৩০ টাকা। একটি স্কুটারও কিনেছিলেন। তার দাম পড়েছিল ৬০ হাজার ৫০০ টাকা। ২০১১ সালে এই স্কুটার কেনা হয়েছিল।
এবার সুকান্তর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ জেনে নেওয়া যাক…
২০১৯ সালের হলফনামায় উল্লেখ করা হয়েছিল তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ লাখ ৩৩ হাজার ৯৩৮ টাকার। আর তার স্থাবর সম্পত্তির পরিমাণ ১৭ লাখ ২২ হাজার ৫০০ টাকার। আর এবারের হলফনামায় উল্লেখ করা হয়েছে, সুকান্তর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লাখ ৭৪ হাজার ৩০৫ টাকা ৮৭ পয়সার। আর তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০ লাখ ৫০ হাজার টাকার।
সুকান্ত মজুমদারের কাছে কত গয়না আছে?
সুকান্ত মজুমদারের হাতে সোনা রয়েছে ৩০ গ্রাম। এই সোনার বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। সুকান্তর স্ত্রীর হাতে রয়েছে ১৫০ গ্রাম সোনা। সেই সোনার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
এই হলফনামায় প্রতি প্রার্থী তাঁদের বিষয় আশয়ের কথা উল্লেখ করেন। কার কত টাকার গাড়ি, সম্পত্তি কত, কে কোন পেশার সঙ্গে যুক্ত, শিক্ষাগত যোগ্যতা কত সবটাই জানাতে হয় কমিশনকে। এখানে কোথাও লুকোছাপা করা যায় না। এমনকী সাধারণ মানুষও প্রয়োজনে এই হলফনামায় দাখিল করা তথ্য় সম্পর্কে সহজেই জানতে পারেন।