প্রতিবার ভোট এলেই দার্জিলিংয়ে নানা অভিনব ছবি দেখা যায়। এবারও তার অন্যথা হয়নি। আর এবার অভিনবত্ব তৃণমূল প্রার্থীর সমর্থনে পোস্টারে। পাহাড়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী পোস্টার দেওয়া হয়েছে তৃণমূল প্রার্থীর সমর্থনে। আর গোটা রাজ্যজুড়ে যখন তৃণমূলের পোস্টারে বড় বড় করে তৃণমূলের প্রতীক থাকে। সেই সঙ্গেই তৃণমূলের পোস্টারে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিন্তু পাহাড়ের ক্ষেত্রে একেবারেই অন্যরকম ব্যাপার। সেখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে করা পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কার্যত নেই।
দার্জিিলিং শহরের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে পোস্টার পড়েছে। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি নেই। সেখানে ওপরে লেখা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তার নীচে রয়েছে গোপাল লামার ছবি। সেই সঙ্গেই রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনীত থাপার ছবি। তিনি কার্যত তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট চাইছেন। সেই সঙ্গেই পাহাড়, চা পাতা সম্বলিত অনীতের দলের প্রতীকও রয়েছে। তবে পোস্টারে ঘাসফুলের প্রতীকের ছবিও রয়েছে। এখানেই প্রশ্ন প্রার্থী তৃণমূলের। আর সেই পোস্টারেই নেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানারে, পোস্টারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি থাকবে না এটা কার্যত ভাবা যায় না বাংলায়। শিলিগুড়ি শহরেও মমতার বন্দ্যোপাধ্য়ায়ের ছবি থাকে। কিন্তু পাহাড়ে উঠলেই ছবিটা একেবারে ভিন্ন।
এদিকে বার বারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলে থাকেন, সব কেন্দ্রে তিনিই প্রার্থী। এমনকী তাঁর মুখ দেখে ভোট দেওয়ার আবেদনও করা হয়। সভা, সমিতি সর্বত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরাট বিরাট হোর্ডিং থাকে। কিন্তু পাহাড়ে একেবারেই অন্য ছবি। সেখানে মমতার ছবি প্রায় খুঁজেই পাওয়া যায় না। সেখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে পোস্টারে অনীত থাপার ছবি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসলে এবার তৃণমূলের কাছে বড় ভরসা অনীত থাপা। তিনি কতটা সাথ দেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। সেকারণেই নামেই তৃণমূল প্রার্থী, আসলে এবার পাহাড়ের ভোটে অগ্নিপরীক্ষা অনীত থাপার।
গোর্খা জনমুক্তি মোর্চার সেকেন্ড ইন কমান্ড রোশন গিরি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, পাহাড়ে তৃণমূলের কিছু সংগঠন রয়েছে। তবে সেটা বিরাট কিছু নয়। অন্য়ের উপর ভরসা করে রয়েছে ওরা।
এবার দার্জিলিংয়ের ভোটে একদিকে বিজেপি। যাকে সহায়তা করছে বিমল গুরুংয়ের নেতৃত্বে মোর্চা। আর অন্যদিকে তৃণমূল প্রার্থী। যাঁর অন্যতম বড় ভরসা অনীত থাপা। একেবারে অন্য়রকম সমীকরণ এবার দার্জিলিং পাহাড়ে।