জানুয়ারির শেষ সপ্তাহ কোন ধারাবাহিক কেমন ফল করল টিআরপিতে, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। এবারের সবচেয়ে বড় চমক দিয়েছে নিসন্দেহে জলসার গীতা এলএলবি। ৮.১ নম্বর নিয়ে এই মেগা রয়েছে দু নম্বরে। তবে জলসার অফিসিয়াল টিআরপি চার্ট অনুসারে, আর্বন বেঙ্গল টপার এটি, বয়স ১৫-২০। মানে শহরের তরুণ দর্শকদের কাছ থেকে এটি প্রথম স্থানে থাকা জগদ্ধাত্রীর থেকেও বেশি নম্বর টেনেছে।
চলতি সপ্তাহেও বেঙ্গল টপারের স্থান নিজের দখলে রাখল জগদ্ধাত্রী। ২০২২ সালের অগস্ট থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। একসময় টানা টিআরপি টপার ছিল, টক্কর দিত মিঠাইকেও। তবে মাঝে অনুরাগের ছোঁয়া দখল করে নিয়েছিল সেরার স্থান। দেড় বছর পেরিয়ে এসেও এত ভালো ফলাফল সত্যিই প্রশংসাযোগ্য।
দুই নম্বরে গীতার সঙ্গে রয়েছে জি বাংলার ফুলকি-ও। এই মেগাও শুরু থেকেই ভালো টিআরপি এনে দিচ্ছে দর্শকদের। মূলত মিঠাইয়ের র্প্সেমেন্ট হিসেবেই এসেছিল এটি, মিঠাই ধারাবাহিকের পরিচালক থেকে ক্যামেরাম্যান, প্রায় এক টিম নিয়ে কাজ শুরু হয়।
তৃতীয় স্থানে নিম ফুলের মধু। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। নম্বর বাড়িয়ে টিআরপি-র দৌড়ে ধীরে ধীরে সামিল হচ্ছে অনুরাগের ছোঁয়া ফের একবার। মাঝে ছিটকে গিয়েছিল সেরা পাঁচ থেকে। তবে এবারে রয়েছে ৪ নম্বর। আর পাঁচে রয়েছে কথা।
দেখে নিন সেরা ১০ টিআরপি তালিকা:
প্রথম: জগদ্ধাত্রী (৮.৭)
দ্বিতীয়: ফুলকি/ গীতা LLB (৮.১)
তৃতীয়: নিম ফুলের মধু (৭.৮)
চতুর্থ: অনুরাগের ছোঁয়া (৭.২)
পঞ্চম: কথা (৭.১)
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে/ সন্ধ্যাতারা (৬.৯)
সপ্তম: কার কাছে কই মনের কথা (৬.৭)
অষ্টম: Love বিয়ে আজকাল (৬.৬)
নবম: জল থই থই ভালোবাসা/ তোমাদের রাণী (৬.৫)
দশম:তুমি আশেপাশে থাকলে (৬.১)
কথা ধারাবাহিক এই প্রথম ঢুকল সেরা পাঁচে। সুস্মিতা দে-র আগের ধারাবাহিক পঞ্চমী মার খেয়েছিল টিআরপি চার্টে। নাগিন এসেও বাঁচাতে পারেনি গল্প। এই মেগাতে সুস্মিতার নায়ক হিসেবে দেখা যাচ্ছে সাহেব ভট্টাচার্যকে। ধারাবাহিকে সদ্য বিয়ে হয়েছে কথা ও অগ্নিভ (সৌরভ)-র। কুণ্ডু বাড়ির বউ হিসেবে কথা আসার পর থেকেই নম্বর বাড়ছে।
তৃণা সাহা এন্ট্রি নিতে নম্বর বেড়েছে লাভ বিয়ে আজকালেরও। যদিও স্লট এখনও হাতছাড়া শ্বেতা-রণজয়ের কোন গোপনে মন ভেসেছে-র কাছে। নতুনদের মধ্যে মিলি, আলোর কোলে, মিঠিঝোরা এখনও ব্যর্থ দর্শক মনে জায়গা করতে।