সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের নাতি করণ দেওল। করণ ও দৃশার বিয়েতে হাজির ছিলেন ধর্মেন্দ্র। সেখানে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের পাশাপাশি থাকতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতাকে। তবে সেই অনুষ্ঠানে যাননি ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও তাঁর মেয়ে-জামাইরা। আর তা নিয়ে কিছু কম আলোচনা হয়নি।
এবার করণ ও দৃশার বিয়েতে হেমা ও তাঁর মেয়েদের উপস্থিত না হওয়া নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। এক্ষেত্রে হেমা ও তাঁর মেয়েদের বিয়েতে অনুপস্থিতির জন্য নিজেকেই দায়ী করেছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর কথায়, ব্যক্তিগতভাবে তাঁর হেমা এবং মেয়েদের বিয়েতে আসার জন্য আমন্ত্রণ করা উচিত ছিল। বড় মেয়ে এষার সঙ্গে ছবি শেয়ার ধর্মেন্দ্র লিখেছেন, ‘এষা, অহনা, হেমা এবং আমার সকল প্রিয় বাচ্চারা……ভালোবাসার তখতানি ও বোহরা, আমি তোমাদের ভালবাসি এবং আমার হৃদয়ের অন্তস্থল থেকে তোমাদের সকলকে শ্রদ্ধা করি…… বয়স এবং অসুস্থতা আমাকে বলছে যে আমি তোমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারতাম। ……..কিন্তু… ’
আরও পড়ুন-গ্ল্যামার দুনিয়ার মোহ ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন রবি কিষাণ কন্যা, গর্বিত অনুপম
তবে বিয়েতে অনুপস্থিত থাতলেও সৎভাই করণ কে বিয়ের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এষা দেওল। লিখেছিলেন, লিখেছিলে ‘অভিনন্দন করণ এবং দৃশা। আপনাদের দুজনেই আজীবন একসঙ্গে সুখে থাকুন। সঙ্গে দিয়েছিলেন লাল হৃদয় এবং দুষ্ট চোখের তাবিজ ইমোজিস’। এষার পোস্টের জবাবে করণ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ।’
ধর্মেন্দ্র ১৯৫৩ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন। তিনি তখনও অভিনয় দুনিয়ায় পা রাখেননি। তাঁদের ৪ সন্তান রয়েছে দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং মেয়ে অজিতা এও বিজয়া রয়েছে। পরে সিনেমা অভিনয়ের সুবাদে অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রের ঘনিষ্ঠতা বাড়তে থাকে।১৯৮০ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে ইশা ও অহনা দেওল।