মুক্তির প্রথম দিনেই গোটা দেশজুড়ে ঝড় তুলেছে সানি দেওলের গদর ২। অনিল শর্মা পরিচালিত ছবিটি ২০০৩ সালের সবচেয়ে অপেক্ষিত ছবিগুলির মধ্যে একটি। যবে থেকে ট্রেলার সামনে এসেছিল তবে থেকেই চলছিল উন্মাদনা। সানি আর আমিশা পাটেলের এই ছবি ২০০১ সালের ব্লকব্লাস্টার সিনেমা ‘গদর: এক প্রেম কথা’-র সিক্যুয়েল।
Gaiety Galaxy হলে গদর দেখতে আসা দর্শকরা ঘটাচ্ছেন আজব আজব কাণ্ড। একটি ভিডিয়ো অনলাইনে ভাইাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একজন ভক্ত সানির চরিত্র তারা সিং-এর মতো সেজে হ্যান্ড পাম্প নিয়ে সোজা হলে চলে এসেছে। তো কারও হাতে দেখা গেল হাতুড়ি। হ্যান্ডপাম্প নিয়ে একটি আইকনিক দৃশ্য রয়েছে গদরে। যা নিয়ে পরে প্রচুর মিমও তৈরি হয়েছে। যখন দেখা যায় পাকিস্তানি সৈন্যর সঙ্গে লড়াই করছে তারা সিং বীরবিক্রমে। প্রয়াত অমরীশ পুরীর চরিত্র আশারফ আলি তার পাকিস্তানি সশস্ত্র বাহিনিকে নির্দেশ দেয় খুন করতে তারা সিংকে। পরবর্তীতে হাতের কাছে একটি হ্যান্ডপাম্প পেয়ে তা মাটি থেকে তুলে নিয়ে, সেটা দিয়ে পাকিস্তানের সৈন্য পেটায় তারা।
গদর ২-র ট্রেলারে সানিকে হ্যান্ড পাম্প উৎখাত করতে দেখা না গেলেও, হ্যান্ড পাম্পের দিকে কটমট করে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে বৈ কি।
গদর ২-এর গল্পে দেখা যাবে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান। তারই মাঝে ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে পাকিস্তানে পা দেবে তারা সিং। গদরে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়েছিল, আর এবার ছেলে জিতে ওরফে চরণজিৎকে ফিরিয়ে আনতে। সে খুব সম্ভবত প্রেম ঘটিত কোনও কারণেই বন্দি পড়শি দেশের সেনাবাহিনীর হাতে। তারাও কথা দিয়েছে সাকিনাকে, যে কোনও মূল্যে জিতেকে ফিরেয়ে আনবে ছেলেকে। এরপর আর কী, শুরু পাক সেনার সঙ্গে মারপিট। ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’ চালু হওয়ার পরের মাসেই শুরু হয় ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধ। সেই আবহ ধরা পড়বে এই ছবিতে।
গদর ২-তে আরও অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকায়। গদর ছবির দুটি কালজয়ী গান, ‘ঘর আজা পরদেশি’ এবং ‘ম্যায় নিকলা গড্ডি লেকে’-কেও ব্যবহার করা হয়েছে। রেকর্ড সংখ্যাক প্রি বুকিং হয়েছে ছবির। ফিল্ম বাণিজ্য বিশ্লেষকরা জানিয়েছিলেন, প্রথম দিনেই সানি-আমিশার ছবি গদর হয়তো ২৫-৩০ কোটি টাকা আয় করবে। সপ্তাহন্তে ছবিটি ১০০ কোটি টাকা পুরে ফেলবে নিজের ঝুলিতে।