দিনকয়েক আগেই জি বাংলায় এসেছিল যোগমায়া ধারাবাহিকের প্রোমো। নেহা আমনদীপ ও সৈয়দ আরেফিনের ধারাবাহিকের প্রথম প্রোমো সামনে এসেই মন জয় করে নেয় সকলের। আর এবার প্রকাশ্যে যোগমায়া সম্প্রচারের সময়, কোন ধারাবাহিকের জায়গা নিয়ে চলেছে এটি?
বাংলা ধারাবাহিক বরাবরই নারীকেন্দ্রিক। এবারেও তার অন্যথা হল না। খুব গরীব ঘরের মেয়ে যোগমায়া, বাবা দিনমজুরের কাজ করে, রিক্সাচালক। তবে যোগমায়ার স্বপ্ন ইউপিএসসি পরীক্ষা। বাড়িতে আলো নেই। ল্যাম্পপোস্টের তলায় বসেই লেখাপড়া করে সে। আসলে গোটা অশ্বিনপুর এলাকাই সমস্যায়। কলোনির জমি দখল কর সেখানে বড় প্রোজেক্ট আনতে চায় এক বড় বিল্ডার। আর তাই টাকা খাইয়েছে পৌরসভার এক অফিসারকে।
আরও পড়ুন: ডান্স দিওয়ানের মঞ্চে ‘মৃত্যু’! মনে আঘাত পেয়ে কেঁদে ভাসালেন মাধুরী
যোগমায়া বুঝতে পারে রয়েছে বড় চক্রান্ত। আভাস পেতেই সোজা চলে যায় এলাকার বিডিও-র কাছে। বিডিয়ো-র গাড়ির পিছনে ছোটে, এদিকে সেদিনই তার ইউপিএসসি পরীক্ষা। হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তায়। নেমে আসে বিডিও গাড়ি থেকে। সিধে যোগমায়া দাবি করে, যাতে সে তার এলাকায় চলতে থাকা এই ঘটনায় হস্তক্ষেপ করে। যদিও বিডিও লোকটি পাকা মেয়ে বলে কটাক্ষ করে যোগমায়াকে। তখনই পাশে এসে দাঁড়ায় আরেফিন। বিডিও-র মুখের উপরই বলে, ‘এমন একজন পাকা মেয়েই তো আমাদের প্রয়োজন, যাতে গরীব মানুষের জল, আলো কোনওদিন বন্ধ না হয়’। তারপর রাস্তায় পড়ে যাওয়া ইউপিএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডটিও তুলে দেয় যোগমায়ার হাতে।
আরও পড়ুন: ‘মৃত মহিলা হেঁটে বেড়াচ্ছে’, মৃত্যুর ভুয়ো নাটকের পর মন্দিরে পুনম, হলেন ট্রোল
১১ মার্চ থেকে সোম থেকে রবি সন্ধে ৬টায় সম্প্রচারিত হবে যোগমায়া ধারাবাহিক। অর্থাৎ, কপাল পুড়তে চলেছে ইচ্ছে পুতুল-এর। বহুদিন ধরেই, এই মেগা বন্ধের খবর ছিল। এমনকী, যেভাবে তড়িঘড়ি মেঘ আর নীলের বিয়ে দেখানো হয়েছে, তাতেও অনেকেই অন্দাজ করেছিলেন শেষ হবে এটি। যদিও ইচ্ছে পুতুল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিকবার, এখনই ধারাবাহিক বন্ধের কোনও খবর নেই। তাই ‘ইচ্ছে পুতুল’ বন্ধ হবে, না ফের করা হবে স্লট পরিবর্তন, সেটাই দেখার।
আরও পড়ুন: সানির ‘লাহোর ১৯৪৭’এ বলিপাড়ার এই সুপুরুষ অভিনেতা, সদ্য দিয়েছেন বাবা হতে চলার খবর
সান বাংলার কনে বউ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল নেহা আমনদীপকে। সৈয়দ আরেফিনের শেষ কাজ ছিল ‘তুঁতে’। সম্পূর্ণ নতুন এই জুটি এখন টিআরপি-তে কী খেল দেখায়, সেটা বোঝা যাবে মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই।