আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছিল এবারের অস্কারের। জিমি কিমেলের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এই বছর ক্রিস্টোফার নোলানের বায়োপিক ড্রামা 'ওপেনহেইমার' একাধিক অস্কার জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে। সিলিয়ান মারফি অভিনীত এই ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকসহ ১৩টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে। মনোনয়ন পাওয়া অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে বার্বি, পুয়োর থিংস ও কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন।
সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে অস্কার অন্যতম। ভারতীয় পরিচালক নিশা পাহুজার তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’ ডকুমেন্টরি ফিচার ফিল্ম বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে সেই পুরস্কার এল না ঘরে। বিজয়ী হিসেবে নাম ঘোষণা হল ‘২০ ডেইজ ইন মারিউপোল’-এর।
আরও পড়ুন: কোলে ‘পরিবারের কনিষ্ঠ সদস্য’, সোনু ‘সা রে গা মা’ গাইতেই এ কী হল, মুখ খুলে গেল গায়কের
গত বছর গুনীত মঙ্গা ইতিহাস রচনা করেছিলেন, যখন তিনি দ্য এ লিফ্যান্ট হুইস্পারার্স-এর জন্য অস্কার জিতেছিলেন। একইসঙ্গে মৌলিক গান বিভাগে পুরস্কৃত হয়েছিল এসএস রাজামৌলীর মাস্টারবাস্টার মুভি আরআরআর-এর জনপ্রিয় গান নাটু নাটু। তবে এবার আর ভারতে এল না একটিও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: জীবনে দুই পুরুষ পরমব্রত-অনুপমকে জড়িয়ে বিতর্ক! পিয়ার বার্তা, ‘আমি মুক্ত নই…’
দেখে নিন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:
সেরা ছবি- ওপেনহাইমার
সেরা অভিনেতা- সিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুয়োর থিংস)
সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেত্রী- ডা'ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভার)
অ্যাডাপটেড স্ক্রিনপ্লে- আমেরিকান ফিকশন
অরিজিনাল স্ক্রিনপ্লে- অ্যানাটমি অফ আ ফল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো
সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)
সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল
সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ
বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহাইমার
বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)
বেস্ট সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট
সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুয়োর থিংস
সেরা কস্টিউম- পুয়োর থিংস
সেরা ভিজ্যুয়াল এফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান
সেরা ফিল্ম এডিটিং- ওপেনহাইমার