‘পুষ্পা: দ্য রাইজ’-এর পর আসছে ‘পুষ্পা: দ্য রুল’। করোনা পরবর্তী সময়ে আক্ষরিক অর্থে দেশবাসীকে হলমুখী করেছিল দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’। আঞ্চলিকতার সব সীমারেখা ছাড়িয়ে গোটা দেশ মজেছিল পুষ্পা ম্যাজিকে। সেই ম্যাজিক এখনও অটুট ভক্তদের মনে। এরই মধ্যে শ্যুটিংয়ের সেট থেকে একটি ছবি ভাইরাল হয়েছে 'শ্রীবল্লী' রশ্মিকা মন্দনার ছবি।
‘পুষ্পা ২’-এর সেটে শ্রীবল্লীর লুকে রশ্মিকা
প্ল্যাটফর্ম এক্স (আগে ছিল টুইটার)-এ এক নেটিজেন 'শ্রীবল্লী' লুকে রশ্মিকার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে দেখা যাচ্ছে, লাল আর সোনালি রঙের শাড়ি, গা ভর্তি গয়না পরেছেন রশ্মিকা। চুলে ফুলের মালাও পরেছেন। অভিনেত্রীকে চারিদিকে ঘিরে রয়েছে তাঁর টিম। অপেক্ষারত ভক্তদের দেখে মাথা নাড়িয়ে হাতজোড় করে নমস্কার করেন রশ্মিকা। ভিডিয়োতে লক্ষ্য করা যাচ্ছে রশ্মিকা কপালে চওড়া করে সিঁদুর পরেছেন। পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি নিরাপত্তারক্ষীদেরও অভিনেত্রীর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। আরও পড়ুন: উন্মুক্ত বেবিবাম্প, ফেটে পড়ছে প্রেগন্যান্সি গ্লো, কোথায় দেখা মিলল আলানার
‘শ্রীবল্লীর প্রথম লুক’ দেখে উচ্ছ্বসিত ভক্তরা
ভিডিয়ো দেখে এক ভক্তের মন্তব্য, ‘দারুণ! শ্রীবল্লীর প্রথম লুক অসাধারণ। ছবি দেখার উত্তেজনা আরও বাড়ছে’। অপর একজনের মন্তব্য, ‘আমাদের সুন্দরী শ্রীবল্লী। ১০০০ কোটি টাকা ওঠার অপেক্ষা’। একটি টুইটে লেখা, ‘সুন্দর দেখাচ্ছে’। কারও মন্তব্য, ‘শ্রীবল্লী তুমি দুর্দান্ত’।
রশ্মিকার শেয়ার করা ছবি
মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন রশ্মিকা। লিখেছেন, ‘আজকের জন্য এটুকুই!!! আজ আমরা ইয়াগন্তী মন্দির নামক এই মন্দিরে শ্যুট করেছি। এই জায়গাটির ইতিহাস আশ্চর্য। এই জায়গার মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। মন্দিরে সময় কাটানোর বিষয়ে আশ্চর্যজনক অনুভূতি হয়েছে #pushpa2therule’।
‘পুষ্পা: দ্য রুল’ সম্পর্কে
২০২৪-এর ১৫ই অগস্ট মুক্তি পেতে চলেছে 'পুষ্পা ২- দ্য রুল'। পুষ্পার সুবাদে প্যান ইন্ডিয়া সুপারস্টারে পরিণত হয়েছেন আল্লু অর্জুন তা বলার অপেক্ষা রাখে না। ছবির দ্বিতীয়ভাগও পরিচালনার দায়িত্বে থাকছেন সুকুমার। আল্লুর পাশাপাশি ‘শ্রীবল্লী’ রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফসিলকেও দেখা যাবে 'পুষ্পা ২- দ্য রুল'-এ। পুষ্পার গান কম্পোজ করে জাতীয় পুরস্কার জিতেছেন দেবী শ্রী প্রসাদ। আইটেম সং 'ও আন্তাভা'-তে সামান্থার নাচ এখনও সুপারভাইরাল। দ্বিতীয়ভাগের সঙ্গীতের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। এই মুহূর্তে রমরমিয়ে চলছে ‘পুষ্পা ২- দ্য রুল’-ছবির কাজ।