গতবছর (২০২৩) ২৫ জানুয়ারি, দীর্ঘ অপেক্ষার পর পর্দায় ফিরেছিলেন 'কিং খান' শাহরুখ'। শাহরুখ-দীপিকা জুটিকে নিয়ে সিদ্ধার্থ আনন্দের বানানো 'পাঠান' ছিল ব্লকবাস্টার। আর এরপর সামনেই আসতে চলেছে আরও একটা ২৫ জানুয়ারি। আর এবছর (২০২৪) হৃত্বিক-দীপিকা জুটিকে নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ আনছেন 'ফাইটার'। মুক্তির আগে এই ছবির সাফল্য নিয়ে কতটা আশাবাদী সিদ্ধার্থ?
সম্প্রতি নিউজ ১৮কে দেওয়া সাক্ষাৎকারে 'ফাইটার' নিয়ে মুখ খুলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি কথা বলেছেন 'পাঠান' ও 'ফাইটার', দুটি ছবি নিয়েই। পরিচালকের কথায়, 'পাঠান' তাঁর কাছে একটা ‘আশীর্বাদ’। সিদ্ধার্থ জানিয়েছেন 'ফাইটার'-এর ট্রেলার দেখেছেন কিং খানও। কী বলেছেন তিনি?
সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘শাহরুখের ফাইটারের ট্রেলার ভালো লেগেছে। আসলে ট্রেলারটি যেদিন মুক্তি পেয়েছিল সেদিনই ওঁর (শাহরুখের) সঙ্গে আমার দেখা হয়েছিল। ভিলেনের চেহারা ও স্টান্টগুলি ওঁর ভালো লেগেছে। ওঁর (শাহরুখের) মতে, ছবিতে CGI (Computer-generated imagery) এর ব্যবহারে তিনি মুগ্ধ। তবে এটা ঠিক পাঠানের সাফল্য এই ছবি নিয়ে লোকজনের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। আর তাই আমি যদি বলি আমার কোনও টেনশন হচ্ছে না, তাহলে মিথ্যা বলা হবে। আমি প্রতি মুহুর্তে এটা থেকে নিজেকে দূরে রেখে বোঝাচ্ছি, প্রতিটি ছবিই আলাদা। সব ছবিরই নিজস্ব একটা যাত্রাপথ রয়েছে।’
পাঠান বনাম ফাইটার
'পাঠান'এর সাফল্যের পর 'ফাইটার' নিয়েও সিদ্ধার্থের উপর চাপ বেড়েছে। পরিচালক কি মনে করেন 'ফাইটার'ও পাঠানের মতো একইরকম সাফল্য পাবে? এ প্রশ্নে সিদ্ধার্থ বলেন, ‘এবার এমনটা আশা করি না। পাঠানের সঙ্গে এটা ঘটেছে। এটা আমার কাছে আশীর্বাদ ছিল। তবে আমি চাই না ফাইটারকে কোনও কিছুর সঙ্গে তুলনা করা হোক। আমি চাইনা পাঠান বনাম ফাইটার, এমন একটা যুদ্ধের মতো করে এটাকে দেখা হোক। আমি চাই ফাইটার তার নিজের মতো করে গোটা বিশ্বের কাছে জায়গা তৈরি করুক। কারণ এটা সম্পূর্ণ আলাদা একটা ছবি।’
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মুক্তি পাবে ফাইটার ৷ ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং সঞ্জিদা শেখ। ছবিটির মাধ্যমে ভারতীয় সশস্ত্র বিমান বাহিনীর বীরত্ব, ত্যাগ এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।