চলতি বছরেই সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের কথা জানিয়ে চমকে দিয়েছিলেন স্বরা ভাস্কর। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের পর ঘটা করে হয়েছিল নানান অনুষ্ঠান। ফেব্রুয়ারিতে বিয়ের পর জুনেই সুখবর শুনিয়ে ফের চমকে দিয়েছেন স্বরা ও ফাহাদ। হ্যাঁ, স্বরার গর্ভে আসছে ফাহাদের সন্তান। আর সেকারণেই ফের আলোচনায় এই নব দম্পতি।
এদিকে ১৮ জুন, রবিবার সকাল সকাল মুম্বই বিমানবন্দরে দেখা গেল স্বরা ভাস্করকে। স্কিন টাইট, কালো শর্ট ড্রেসে দেখা গেল স্বরাকে। যেখানে স্পষ্ট দেখা গেল স্বরার বেবি বাম্প। তবে এদিন কোনওরকম মেকআপ ছাড়া খোলা চুলে দেখা গেল স্বরাকে। তাঁর ঠোঁটে চিল ন্যুড লিপস্টিক, কানে গোল দুল, আর পায়ে স্নিকার্স জুতো। পাপারাৎজির ক্যামেরার সামনে স্বরা নিজেই বললেন, ‘প্রথমবার বেবি বাম্পের সঙ্গে বাইরে বের হয়েছি।’ এদিন স্বরার সঙ্গে দেখা গেল তাঁর রাজনীতিবিদ স্বামী ফাহাদ আহমেদকে। তবে ক্যামেরার সামনে পোজ দেওয়ার পর স্বরা নিজেই ফাহাদের হাত থেকে লাগেজে ভ্যান নিয়ে ঠেলতে শুরু করলেন।
আরও পড়ুন-ভাগ্নীর সঙ্গে করণ দেওলের বিয়ে, বাঙালিয়ানাকেই বাছলেন অনীক দত্ত
গত ৬ জুন সোশ্যাল মিডিয়ায় বাবা-মা হওয়ার খবর নিজেই শেয়ার করেছিলেন স্বরা ভাস্কর। লিখেছিলেন, ‘প্রার্থনায় কখনও কখনও কখনও সাড়া পাওয়া যায়। আমরা খুব খুশি। একই সঙ্গে ধন্য,কৃতজ্ঞ,উৎসাহী (এবং যার কোনও ধারণাও নেই) সম্পূর্ণ নতুন একটা জগতে পা রাখতে চলেছি।' এই পোস্টের পর ট্রোলও হতে হয় অভিনেত্রীকে। কেউ লেখেন, ‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন স্বরা। আর তাই হয়ত তড়িঘড়ি বিয়ে।’ কেউ আবার লিখেছেন, ‘এই কারণেই leuns ফেব্রুয়ারি মাসে বিয়ের পর থেকে পুরো অদৃশ্য হয়ে যান স্বরা।’ তবে নিন্দুকেরা যাই বলুন না কেন, স্বরা ফাহাদকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি আচমকাই সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি যুব সভাপতি ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের কথা জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। জানিয়েছিলেন, ৬ জানুয়ারি তাঁদের আইত বিয়ে হয়েছে। তারই কিছু ছবি পোস্ট করেন স্বরা। এরপর নানান ধর্মীয় রীতি মেনে দিল্লিতে ঘটা করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন স্বরা ও ফাহাদ।