‘প্ল্যাটফর্ম ৮’-এ মুক্তি পেল ওয়েব সিরিজ ‘ফেলু মিত্তির লেন’। অরিজিৎ চক্রবর্তী পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন লোকনাথ দে, সতাক্ষী নন্দী এবং দেবজ্যোতি রায় চৌধুরী। উত্তর কলকাতার এক পাড়ার গল্প ফুটে উঠেছে এই ওয়েব সিরিজে। ‘ফেলু’ হয়েও এক জন ছেলের হিরো হয়ে ওঠার গল্প।
‘ফেলু মিত্তির লেন’-এর গল্পটা ঠিক কেমন? হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা দেবজ্যোতি রায় চৌধুরী জানিয়েছেন, ‘উত্তর কলকাতার পাড়ার যে ব্যাপারটা, পরিবেশটা আছে, রকে বসে আড্ডা, পাড়ায় যেমন সকলের একটা ডাকনাম থাকে সেসব নিয়েই গল্প। যেমন সিরিজে আমার নাম প্রফুল্ল চন্দ্র, কিন্তু ফেল করতে করতে আমার ডাকনাম হয়ে গিয়েছে ফেলু। তেমনি আমার বাবার চরিত্রের নাম পান্নালাল। বিভিন্ন কারণে তাঁর ডাকনাম পালটে গিয়েছে। তেমনি গল্পের নায়িকার নাম চাঁপা। তাঁর নাকটা একটু চ্যাপ্টা বলে এই নামে ডাকা হয়'।
অভিনেতার কথায়, নস্ট্যালজিক একটা অনুভূতি দেবে এই গল্প, পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্লাব, একসঙ্গে চা খাওয়া এমনই নানান কিছু নিয়ে এই গল্প। ওয়েব সিরিজে অভিনেতা লোকনাথ দে-এর ছেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকা সতাক্ষী নন্দী।
দেবজ্যোতি আরও বলেছেন, ‘একে অপরের পাশে থাকা, আজকের দিনে পরিবার যেমন ছোট হয়ে আসছে, পরিবারে বৃদ্ধ মানুষগুলো যে একা রয়ে যাচ্ছে সেসব দিকটা উঠে আসবে গল্পে। তবে ফেলু এই চরিত্রটা পড়াশোনায় তেমন কিছু করতে পারেনি, চাকরি করে উঠতে পারেনি, কিন্তু একটা সময় পরে অন্য উপায়ে বোঝা যায় ও মানুষ হিসেবে কতটা ভালো’। ওয়েব সিরিজের পরিচালনায় অরিজিৎ টোটন চক্রবর্তী। প্রযোজনায় অনিন্দ্য বোস।
পুজোর আনন্দের মধ্যেই কাজের ব্যস্ততাও সমলাচ্ছেন দেবজ্যোতি। শীঘ্রই হইচইয়ে ‘বোধন ২’তে একটি নেগেটিভ চরিত্রে দেখা যাবে তাঁকে। আপাতত নতুন মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত তিনি।