সরস্বতী পুজোর আগেই সিংহ আসতে পারে শিলিগুড়িতে। মাধ্য়মিক পরীক্ষার পরে বাবা মায়ের সঙ্গে যারা পাহাড়ে যাবেন ভাবছেন তারা বেঙ্গল সাফারিটা মিস করবেন না। তবে শুধু সিংহই নয়, আসছে চশমামুখো বাঁদরও। সব মিলিয়ে শীত ফুরিয়ে এলেও আনন্দ কিন্তু ফুরোচ্ছে না।
বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে. দুটি সিংহ, চশমামুখো বাঁদর, লেপার্ড ক্যাট ও সাদা কালো হরিণ আসছে বেঙ্গল সাফারি পার্কে। সবদিক ঠিকঠাক থাকলে আগামী দিন দুয়েকের মধ্য়েই এই জন্তুরা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে চলে আসবে। মোটামুটি সরস্বতী পুজোর আগেই এই নতুন অতিথিরা আসছে শিলিগুড়িতে। তার সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের থাকা খাওয়ার যাতে কোনও সমস্যা না হয় তার সবরকম ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সিংহের প্রতীক্ষায় কার্যত দিন গুনছে শিলিগুড়ি। বেঙ্গল সাফারি পার্কেও একেবারে সাজো সাজো রব।
শিলিগুড়িতে কবে আসছে সিংহ? HT Bangla-কে জানালেন সাফারি পার্কের ডিরেক্টর। সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার জানিয়েছেন, মোটামুটি দিন দুয়েকের মধ্য়ে দুটি সিংহ চলে আসবে। ১৩ ফেব্রুয়ারি এগুলি চলে আসতে পারে বলে আমাদের আশা।
এই সিংহের আসার কথা শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। তবে এখনই বেঙ্গল সাফারিতে গেলেই সিংহ দেখা যাবে এমনটা নয়। আপাতত তাদের কিছুদিন কোয়রান্টাইনে রাখা হবে। এরপর তাদের সকলের সামনে আনা হবে। সূত্রের খবর, ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানা থেকে দুটি সিংহ আনা হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। তবে এটা পশু বিনিময়ের আওতায় আনা হচ্ছে।
একেবারে বিশেষ ব্যবস্থার মাধ্য়মে ত্রিপুরা থেকে শিলিগুড়িতে আনা হচ্ছে সিংহ। সঙ্গে পশু চিকিৎসকও থাকছেন।রাস্তায় তাদের যাতে কোনও সমস্যা না হয় সেকারণে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে।
ত্রিপুরা থেকে দুটি সিংহ আনা হলেও বেঙ্গল সাফারি পার্ক থেকে দুটি বাঘ, দুটি চিতাবাঘ, ও কয়েকটি বিদেশি পাখি পাঠানো হবে ত্রিপুরায়। গত ৩ ফেব্রুয়ারি এইগুলিকে ত্রিপুরায় পাঠানো হয়। এরপরই সেখান থেকে সিংহের রওনা হওয়ার কথা।
সূত্রের খবর, একটি মহিলা ও একটি পুরুষ সিংহ আনা হচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। এই সিংহ দর্শন করা যাবে বেঙ্গল সাফারিতে। সেজন্য় আলাদা এনক্লোজারও করা হচ্ছে। তাদের পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। সেই সঙ্গেই প্রতিদিন অন্তত সাত কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত মাংস প্রয়োজন হয় তাদের। তারও ব্যবস্থা করা হবে প্রতিদিন।