সম্প্রতি কর্ণাটকের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। তার রেশ কাটতে না কাটতেই এবার কর্ণাটকে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল প্রচুর মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ হল ২৫ কোটি টাকা। আবর্জনার স্তুপে একটি ব্যাগ থেকে এই টাকা উদ্ধার হয়েছে। যদিও উদ্ধার হওয়া ডলার জাল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত নয়।
জানা গিয়েছে, সলমন শেখ নামে পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা এক ব্যক্তি আবর্জনা কুড়োতে গিয়ে একটি ব্যাগ খুঁজে পান। সে ব্যাগটি খুলতেই তিনি দেখেন সবুজ রঙের কয়েক বান্ডিল কাগজ রয়েছে। যা হল ডলার। তবে ব্যাগটি খোলার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর বাড়ি যান। দুতিন দিন পর তিনি তার বস বাপ্পাকে বিষয়টি জানান। এরপর তিনি এক সমাজকর্মীর সঙ্গে যোগাযোগ করেন। ওই সমাজকর্মী বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পর পুলিশ কমিশনার এই ঘটনায় তদন্তের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ডলার উদ্ধার সেগুলি জাল। কারণ, ডলার বিলগুলিতে কোনও ধরনের রাসায়নিক কিছু দেওয়া ছিল যে কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশ অনুমান করছে, ব্ল্যাক ডলার কেলেঙ্কারিতে জড়িত দুষ্কৃতীদের হাত রয়েছে এর পেছনে। ইতিমধ্যে ডলার বিলগুলি আসল না নকল তা জানার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে পুলিশ। তবে সেক্ষেত্রে সেগুলি আসল হলে তার ভবিষ্যৎ কী হবে? তা এখনও জানা যায়নি। তা ছাড়া যে ব্যক্তি সেগুলি খুঁজে পেয়েছেন তাকে কিছু দেওয়া হবে কিনা সে বিষয়টিও জানা যায়নি।
এদিকে, এই ঘটনার পরেই ৪ জনের একটি দুষ্কৃতী দল বাপ্পাকে অপহরণ করে। ডলার পাওয়ার জন্য তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে অপহরণকারীরা মারধর করে। তবে ডলার পুলিশের কাছে আছে জানতে পেরে অভিযুক্তরা তাকে ছেড়ে দেয়। তবে তাকে পুলিশে অভিযোগ না করার হুঁশিয়ারি দেয়। এর পাশাপাশি তার ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুষ্কৃতী দলের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ফলে ক্ষেত্রে ওই দুষ্কৃতীরা ব্ল্যাক ডলার কেলেঙ্কারিতে জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।