Kejriwal on Sugar Issue: 'জামিন পেতে কি প্যারালাইসিসের ঝুঁকি নেব'? সুগার লেভেল নিয়ে ইডির দাবির পাল্টা দিলেন কেজরি
Updated: 19 Apr 2024, 08:27 PM ISTঅরবিন্দ কেজরিওয়াল দাবি করছেন, জেলের ভিতর তাঁরা খাব... more
অরবিন্দ কেজরিওয়াল দাবি করছেন, জেলের ভিতর তাঁরা খাবার ঘিরে ইডি ঘটনার ‘রাজনীতিকরণ’ করছে। উল্লেখ্য, জেলে বাড়ির খাবার খাওয়ার অনুমতি রয়েছে কেজরিওয়ালের।
কোর্টকে কেজরিওয়ালের পক্ষের আইনজীবী বলছেন, ৪৮ টি মিল এসেছে বাড়ি থেকে তারমধ্যে ৩ বার ছিল আম। ৮ এপ্রিলের পর থেকে কোনও আম আসেনি। কোর্টে সিংভি বলছেন, ‘আমকে এমন করে দেখানো হয়েছে যেন আম হল সুগার বুলেট, আমে থাকা সুগার লেভেল ব্রাউন রাইস বা সাদা চালের থেকে কম।’ ' (Photo by Vipin Kumar/ Hindustan Times)
(Hindustan Times) পরবর্তী ফটো গ্যালারি