বাংলার পড়াশোনার নানা বহাল দশার কথা তো শুনেছেন। সেই Umbrella বানান করতে গিয়ে আমরেলার গল্প তো সকলেরই জানা। সেই সঙ্গেই বাংলার এসএসসি কেলেঙ্কারির কথাও শোনা গিয়েছে। এখনও অনেকে চাকরির দাবিতে বসে রয়েছেন রাজপথে। তবে এবার সামনে এসেছে মধ্য়প্রদেশের সরকারি চাকরির পরীক্ষার বেহাল দশার কথা। মধ্যপ্রদেশের রাজস্ব দফতরের কর্মী নিয়োগের পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন পুনম রাজাওয়াত নামে এক তরুণী।তিনি আবার যে কোচিং সেন্টারে পড়তেন সেটি চালান এক বিজেপি বিধায়ক। এমনটাই খবর।
সেই পুনমের খাতার ছবিও ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে আবার আজব কাণ্ড। কঠিন প্রশ্নের টপাটপ উত্তর লিখেছেন তিনি। কিন্তু সহজ প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। এনিয়েও সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিলেন। কিন্তু ওই চাকরিপ্রার্থী কোনও সদুত্তর দিতে পারেনি। এখানেই নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চাকরির ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এনিয়ে সরব হয় বঙ্গ বিজেপি। তবে এবার বিজেপি পরিচালিত মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধেও একই অভিযোগ। সেখানেও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ।
গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ঠিক বাংলার শাসকদলের মতোই এক্ষেত্রেও বিজেপির একাধিক নেতা জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে সামনেই কড়া নাড়ছে বিধানসভার ভোট। তার আগেই এই চাকরি দুর্নীতির অভিযোগ। কার্যত লেজেগোবরে অবস্থা মধ্যপ্রদেশ সরকারের।
এদিকে সেই কোচিং সেন্টার থেকে পড়াশোনা করেছিলেন পুনম। একেবারে কৃতিত্বের সঙ্গে পাস করাই শুধু নয়, চাকরির পরীক্ষায় তৃতীয় হয়েছেন তিনি। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, কোন কোন বিষয়ে আপনি পরীক্ষা দিয়েছিলেন? ফ্যাল ফ্যাল করে চেয়েছিলেন পুনম। এমনকী কোন কোন বিষয় নিয়ে পরীক্ষা দিয়েছেন সেই আটটি বিষয়ের নামও তিনি বলতে পারেননি। ভাবা যায়! তবে সেই সঙ্গে তিনি নানা আশঙ্কায় ভুগছেন বলে খবর। মূলত দুর্নীতির কথা শুনেছেন তিনি। এই পরীক্ষার ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে সেকথা শুনেছেন তিনি।
তবে পুনম ঠিক কোথা থেকে কোচিং নিয়েছেন তা তিনি খোলসা করে কিছু বলেননি। তবে প্রথম দিকে তিনি অনলাইনে কোচিং নিতেন। এরপর তিনি অফলাইনে কোচিং নেন।তবে সামগ্রিক পরিস্থিতিতে মেরিট লিস্টে নাম উঠলেও পুনমের দুশ্চিন্তা অবশ্য যায়নি এখনও।