অজানাকে জানার এবং না দেখা কে দেখার জন্য মানুষ আজও উদ্যমী। বিজ্ঞানীদের কাছে সেরকম একটি রহস্যময় ও অজানা বিষয় হলো সমুদ্র। সেই অজানাকে জানার উদ্দেশ্যে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) সমুদ্রতল অভিযানের কাজ শুরু করেছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত সিস্কেপ আলাস্কা ৫ (Seascape Alaska 5) নামক ২৪ দিনের একটি অভিযানে সমুদ্রসমতল থেকে একটি অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। নওএএ (NOAA) অনুসারে, সিস্কেপ আলাস্কা ৫ অনুসন্ধান চালানোর সময় প্রায় ৩৩০০ মিটার গভীরতায় একজন ভিডিওগ্রাফার প্রথম তার ক্যামেরায় সমুদ্রসমতলে একটি অদ্ভুত জিনিসটি লক্ষ্য করেন।
ক্যামেরাম্যান প্রথমে এটিকে হলুদ টুপি (yellow hat) নামে অভিহিত করেন। তারপরে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন পুনরায় একটি দলকে পাঠায় সেই বিস্ময়কর জিনিসটির নমুনা সংগ্রহ করার জন্যে। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান এটি কোনো মৃত সামুদ্রিক স্পঞ্জের দেহাবশেষ যা প্রবালের সাথে সংযুক্ত হয়ে এরম আকার নিয়েছে। আবার কিছু বিজ্ঞানী মনে করেছেন যে, এটি কোনও অজানা প্রাণীর ডিমের খোসা।
নওএএ অনুসারে বস্তুটির ব্যাস ৪ ইঞ্চ বা ১০ সেন্টিমিটার। এটি শক্তভাবে সমুদ্রের একটি পাথরের সঙ্গে যুক্ত ছিল এবং বস্তুটির গোড়ার কাছে একটি ছোট ছিদ্রও রয়েছে। বিজ্ঞানীরা বলেন যে তারা আশা করেছিলেন ওই গর্তে খোঁচা দিলে হয়তো সেখান থেকে কিছু বেরিয়ে আসবে, কিন্তু বাস্তবে তা হয়নি।
বিজ্ঞানীরা আরও বলেন যে, সাবমেরিনের হেডলাইটের আলোর জন্য সমুদ্রতল থেকে তোলা চিত্রগুলোতে সেটিকে সোনালি দেখিয়েছে। তবে ল্যাবের তোলা ছবিতে সেটি বাদামি হলুদ রঙের দেখায়। প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ, অধ্যাপক কেরি হওয়েল এই বিষয়ে বলেছেন যে, অনুসন্ধানী মিশনের সময়ে নতুন প্রজাতির সন্ধান পাওয়া কোনও অস্বাভাবিক বিষয় নয়, তবে তাদের সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকায় তাদেরকে নির্দিষ্ট শ্রেণিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের অভিযানের কো-অর্ডিনেটর স্যাম ক্যান্ডিও বলেন, পৃথিবী সম্পর্কে আমাদের জ্ঞান অনেক সীমিত এবং সমুদ্রের অনেক বিষয় এখনও অজানা। স্যাম আরও বলেন যে, নতুন প্রজাতিগুলি চিকিৎসার ক্ষেত্রে মূল্যবান সম্পদ হয়ে উঠে পারে। যদিও গবেষকরা এখনও নিশ্চিত নন যে, এটি কোনও নতুন প্রজাতি নাকি অন্য কোনও জিনিস।