বাংলা নিউজ > ঘরে বাইরে > হাজার বছর ধরে বসে আছেন, পেরুতে মিলল মমি, আরও আবিষ্কারের সম্ভাবনা

হাজার বছর ধরে বসে আছেন, পেরুতে মিলল মমি, আরও আবিষ্কারের সম্ভাবনা

লিমায় মিলল ১০০০ বছরের পুরোনো মমি, রয়েছে আরও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের সম্ভাবনা (reuters)

গতকাল অর্থাৎ, বুধবার রয়টার্স সংবাদ সংস্থাকে প্রত্নতাত্ত্বিক দলের প্রধান মিরেলা গানোজা জানিয়েছেন, লিমার অন্তর্গত মিরাফ্লোরেস জেলার মাঝখানে হুয়াকা পুক্লানা সাইটে সেরামিক পাত্র, টেক্সটাইল দ্রব্যাদি এবং অন্যান্য বস্তুর পাশাপাশি একটি দেহাবশেষ পাওয়া গেছে।

কয়েকদিন আগে ভারতের রাজস্থানে পাওয়া গিয়েছিল প্রাচীনকালের ডাইনোসরের হার, এবার পেরুতে মিলল হাজার বছরের পুরনো মমি। প্রত্নতাত্ত্বিকরা পেরুর একটি আবাসিক এলাকা থেকে ১০০০ বছরের পুরোনো এই মমিটি আবিষ্কার করেছেন। দেশটির রাজধানী লিমার একটি আবাসিক এলাকায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থানে এটি পাওয়া যায়।

গতকাল অর্থাৎ, বুধবার রয়টার্স সংবাদ সংস্থাকে প্রত্নতাত্ত্বিক দলের প্রধান মিরেলা গানোজা জানিয়েছেন, লিমার অন্তর্গত মিরাফ্লোরেস জেলার মাঝখানে হুয়াকা পুক্লানা সাইটে সেরামিক পাত্র, টেক্সটাইল দ্রব্যাদি এবং অন্যান্য বস্তুর পাশাপাশি একটি দেহাবশেষ পাওয়া গেছে। দেহাবশেষের বর্ণনা দিতে গিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 'একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, যিনি বাঁকানো পা সহযোগে বসে আছেন।' বিশেষজ্ঞ আরও বলেছেন, মমির লম্বা চুল আছে এবং একটি চোয়াল প্রায় অক্ষত ভাবেই অবস্থান করছিল৷ গানোজা বলেন, সদ্য আবিষ্কৃত মমিটি সম্ভবত হাজার বছর আগের কোনও ব্যক্তির। পেরুর কেন্দ্রীয় উপকূলে ইচসমা সংস্কৃতির প্রাথমিক পর্যায়ের ব্যক্তি বলেই মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। এই সময়কাল ইনকাদের এই অঞ্চলে আগমনের প্রারম্ভিক সময়ের সাক্ষ্য বহন করে।

লিমা শহরের এই প্রত্নতাত্ত্বিক স্থানটি ছাড়াও হুয়াকা পুক্লানা অঞ্চলে ইতিমধ্যেই মমি এবং প্রাচীন বেশ কিছু দ্রব্যাদি আবিষ্কৃত হয়েছে। বিশেষজ্ঞরা এই প্রত্নতাত্ত্বিক স্থানটিকে প্যানোরার বাক্স হিসেবেই দেখছেন। তাদের আশায় এই অঞ্চল থেকে আরও অনেক কিছু ঐতিহাসিক সাক্ষ্য মিলতে পারে। আমরা সকলেই জানি পেরু প্রাচীন আমেরিকান সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জনপদ ছিল। মাচু পিচু পর্বত চূড়ায় ইনকা সাম্রাজ্যের অস্তিত্বের প্রমাণ বহু আগেই মিলেছিল। পেরু ছিল বিভিন্ন প্রাক-হিস্পনিক সংস্কৃতির আবাসস্থল, যা পরবর্তীকালে ইনকা সাম্রাজ্যের কেন্দ্র হয়ে ওঠে।

প্রসঙ্গত ইনকারা নগর পরিকল্পনা, নিকাশি ব্যবস্থা ইত্যাদি নির্মাণের পরিকল্পনায় যথেষ্ট পটু ছিল। আজও তাদের স্তাপত্য, নগর নকশার প্রমাণ মেলে। কলম্বাস আমেরিকায় আসার পরবর্তী সময়ে স্প্যানিশ, পর্তুগিজ, ব্রিটিশ বণিক-দখলদারদের হাতে অকালে শেষ হয়ে যায় ইনকা, মায়া সহ মধ্য আমেরিকার বহু সভ্যতা, রেড ইণ্ডিয়ান ও অন্যান্য আমেরিকান জনজাতিদের বসতি। দেশটির কেন্দ্রীয় উপকূল এবং আন্দিজ পার্বত্য অঞ্চল জুড়ে তাই প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ মেলা অস্বাভাবিক কিছু নয়।

বন্ধ করুন