আমন সিং
আগামী মাসেই আজাদি কা অমৃত মহোৎসব ও ভারতের স্বাধীনতার দিবস পালনের অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকার এবার মেরি মাটি মেরা দেশ নামক একটি প্রচার কর্মসূচির আয়োজন করছে। মূলত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসাবে এই অনুষ্ঠান। অনেকে আবার এই ক্যাপশানের সঙ্গে তৃণমূলের মা মাটি মানুষের মিল খুঁজে পাচ্ছেন।
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রস্তাব দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালানো হবে। রাজধানীতে আগামী মাসে প্রায় ৭৫,০০০ যুবক যুবতীদের এই কর্মসূচিতে শামিল করা হবে। দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামীর গ্রামের মাটি নিয়ে আসা হবে দিল্লির কর্তব্য পথে। একটা বিশেষ অনুষ্ঠান হবে সেখানে। স্বাধীনতা সংগ্রামী ও তার পরিবারের সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হবে। দেশের জন্য যাঁরা বলিদান করেছেন সেই বীর সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে পঞ্চায়েত সহ দেশের বিভিন্ন স্তরে।
সেই সঙ্গেই জানানো হয়েছে, কর্তব্য পালন করতে গিয়ে যে সেনা, সিএপিএফ, ও রাজ্য পুলিশ প্রাণ দিয়েছেন তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো যেতে পারে। স্থানীয় রীতি মেনে এই শ্রদ্ধার কর্মসূচি হতে পারে।
প্রস্তাবে বলা হয়েছে, মেমোরিয়ালে বীর স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা থাকবে। সেই বীরেদের মধ্যে স্বাধীনতা সংগ্রামী, বীর সেনা শহিদ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্য, রাজ্যপুলিশের যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের নাম থাকবে।
অমৃত সরোবরের কাছে এই মেমোরিয়াল থাকবে। তবে কোথাও এই অমৃত সরোবর না থাকলে পঞ্চায়েত বিল্ডিং, স্কুল, বা কোনও উল্লেখযোগ্য জায়গায় এই মেমোরিয়াল হতে পারে।
পাশাপাশি গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচটি কর্তব্যের কথা উল্লেখ করেছিলেন। এবারও সেই পঞ্চ প্রাণের সেই শপথ গ্রহণ যাতে দেশবাসী করতে পারেন সেব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছিল উন্নত ভারত তৈরির জন্য আমি অংশ নেব। আমি ঔপনিবেশিক মনোভাবকে মনে স্থান দেব না। আমাদের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরার জন্য় শপথ নিচ্ছি। এই কর্মসূচিতে অংশ নিতে উৎসাহ দেওয়ার জন্য ওয়েবসাইটও তৈরি হচ্ছে।